নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

নারীবাদী নামক বেইজ্জত্যা নারীদেরকে আমি থুথু ছিটাই।

২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩

বিয়ের বয়স ১৬ বছর নির্ধারণ করার কারণে নারীবাদিরা সরকারকে আন্দোলনের হুমকি দিচ্ছে।
নারীবাদী নামক বেইজ্জইত্তা নারীদেরকে বলতেছি, আপনারা চাইলে আপনাদের মেয়েকে ১৬ বছরের যায়গায় ৩৬ বছরে বিয়ে দিন তাতে আপনাকে কেউ বাঁধা দিচ্ছে না। ১৬ বছর বয়সে বিয়ে দিলে আপনাদের সমস্যা হয়, কিন্তু ১২ বছর বয়সে ফস্টিনস্টি করে গর্ভবতী হয়ে গেলে তখন আপনাদের সমস্যা হয় না? বিয়েতে আপনাদের এলার্জি, কিন্তু ১৩ বছর বয়সে মেয়েরা পার্কে বসে বেহায়াপনা করলে, বয়ফ্রেন্ড কে বেডরুমে নিয়ে গেলে তখন আপনাদের চোখে এগুলু আধুনিকতা হয়ে যায়। আসলে আপনারা এইরকম ফস্টিনস্টি করে জন্মেছেন তো তাই আপনাদের বিবেক ও সেই রকম হয়ে গেছে। তাই নারীবাদী নামক বেইজ্জত্যা নারীদেরকে আমি থুথু ছিটাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

নবীউল করিম বলেছেন:

২| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:৩৫

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: #:-S :|| :| :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.