নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ আমরা আগে বাঙ্গালী, পরে মুসলমান!

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

মাননীয়া প্রধানমন্ত্রী
আপনার মৃত্যুতে মানুষ করবে দুমিনিট নিরবতা পালন।
বিরুধীদলিয় নেত্রির কবরে হয়তো পড়বে ফুলের আস্তালন।
৯২ভাগ মুসলমানের দেশে আপাদত
ইহাই করছি লালন!

এই বাংলা আমার প্রানের প্রিয়
দেশমাতৃকার স্বাধিনতা রক্ষায় দিতে পারি বুক পাতি।
কিন্ত মুখটা ম্লান হয়ে যায় যখন ভাবি
আমার বীরত্বগাঁথা শবযাত্রায় গার্ড অফ অনারের নামে আবার মুসলমানরাই মারবে আবার লাথি!

শাহজালালের পথ ভুলে মোরা
হয়েছি শামছুর রহমানের আযান আর বেইশ্যার সুরে মিলেমিশে একাকার হওয়া মুক্তমনা।
মুক্ত হয়ে যাচ্ছি ইসলাম,শান্তি, মূল থেকে
পদে পদে আজ মোদের লাঞ্চনা, যন্ত্রণা!

তিলক-ঢোলক, রাখি-মুর্তি আজ
মুসলমানের সংস্কৃতি।
সাজ-সজ্জা, চাল-চলনে
অপদেশীয় নীতি-ই মোদের রিতি!

সমাজতন্ত্র, গনতন্ত্র, পুঁজিতন্ত্র ইহুদি মন্ত্র
মুসলিম আজ ব্যাস্ত শত বেইমান তন্ত্রে
ধর্মনিরপেক্ষতা নামক ধর্মহীনতা
আজ সবার অন্ত্রে অন্ত্রে!

এর থেকে উত্তরনের জন্য বাঙালির
ইসলাম মেনেই একমাত্র পরিত্রান
ইসলামের নামধিয়ে ধর্ম ব্যাবসা নয়
উদখুলু ফিসসিলমি কাফফার ভিতরই সব সমাধান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.