![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
এই মাথামোটা নাকি ইসলামিক দল করে। জানোয়ার যে রমজান মাস অাসে আল্লাহর কাছে তওবা, মাগফিরাতের সুযোগ করে দিয়ে বান্দাকে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা মাস উপহার দেয়। আর সে মাসের প্রথম দিনে এই ক্রিকেট খেলা কতজন মুসলিমকে সালাত অাদায় করা থেকে বিরত রেখেছিস সেটার হিসাব করছ। যে খেলা থেকে বিরত থাকার অাহবান করে আল্লাহ র ইবাদতে মশগুল হওয়ার দাওয়াত দিবি। অার সে বলে কিনা রহমত,মাগফিরাতের মাসে বাংগালি বিজয় নিয়ে এল। এই মাথামোটা এই বিজয় দিয়ে কয়জন মুসলিম নাজাত পাবে। তোরে জুতায় গু লাগাইয়া পিডান উচিত।
Abdul Zabbar
Yesterday at 00:04 ·
ভারতের বিরুদ্ধে ৭৯ রানের বিশাল ব্যবধানে জিতে রহমত ও বরকতের এই পবিত্র মাস রমজানের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দল যে আনন্দ উপহার জাতিকে দিলো সেজন্য তাদের জানাই অভিনন্দন এবং দোয়া। আশা করছি বাকী ম্যাচগুলোতেও বিজয়ী হয়ে সিরিজ জয়ের আনন্দে দেশবাসীকে মাতাবে টাইগার স্কোয়াড।
https://www.facebook.com/AbdulZabbarICS/posts/1144955458851775?fref=nf&pnref=story
২| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫১
আটলান্টিকের প্রবাল বলেছেন: পোস্টদাতাই মানসিক রোগী। স্ট্যাটাসে তেমন কিছুই নাই। দেখতে না'রি যারে তার চলন বাকা --- টাইপের পোস্ট প্রসব করেছেন। শিবির সভাপতি যে কথা বলেছেন খালেদা হাসিনা হরহামেশাই সেই কথা বলে থাকেন।
৩| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সত্যের পথে আরিফ বলেছেন: কথাটা ছিলো ইসলাম নিয়ে। আর আপনি.............?@আটলান্টিকের প্রবাল। ও তাহলে হাসিনা-খালেদাও ইসলামিক নেতা?
৪| ২১ শে জুন, ২০১৫ সকাল ১০:২৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: ইসলামিক নেতা হলেই যে বাংলাদেশের সাফল্যে বা অর্জনে খুশী হওয়া যাবেনা, এই কথার মানে কি? শিবির সভাপতি যদি কিছু না বলত, তাহলে বলতেন, এরা একাত্তরেও বাংলাদেশের বিজয়ে খুশী হয়নি, তাই এখনও এই অর্জনে কিছু বলছেনা। মোদ্দা কথা হল, শিবির সভাপতি যাই বলুক না কেন, তাতে দোষ ধরা চাইই চাই।
আমিও তো খেলা দেখেছি, কিন্তু আমার সালাত আদায় বা কোরআন তেলাওয়াত কোনটাই তো বাদ যায়নি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
এরা মানসিক রোগী