![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
এই ইসলাম বিদ্বেষী জালিম, নাস্তিক/ধর্মবিদ্বেষীদের প্রশ্র্রয়দাতা সরকার এই পবিত্র রমজানে বেজন্মা/শুয়ার লতিফ সিদ্দিকি কে মুক্তিদিয়ে বুজাতে চায় আমরা ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করতে পারি। ইসলাম নিয়ে যে যাই বলুক, হাসি তামাসা মস্কারী করুক আমরা আছি তাদের সাথে!
আর যারা ভোটদিয়ে/সাপোর্ট দিয়ে এই ধর্মবিদ্বেষীদের লালনে/মননে সহায়তা করছে তাদেরও কাল কিয়ামতে রাসুল/হজ অবমাননাকারির সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে পুরুস্কিত করা হবে আশাকরি।
আফসোস এই হতভাগা নুনুকাটা/গোস্ত খাইন্না মুসলমান নামধারীদের জন্য, যারা মুসলমান দাবি করে অথছ তার ধর্মের প্রতি বিন্দুমাত্র দায়ভার, চেতনাবোধ নাই!
যেখানে সামান্য খেলোয়াড় নাসির বোনকে নিয়া ছবি পোস্ট এ(যদিও এভাবে পরদা লংগন করে বোনের ছবি দেওয়া হারাম/কবিরা গুনাহ) বাজে মন্তব্য করায় মুহুরতের মধ্যে তাদের নিয়ে তোলপাড়, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ।
যারা শেখ হাসিন বা উনার পিতা মরহুম শেখ মুজিব সাহেবকে নিয়ে কুটক্তি করায় কঠোর শাস্তি(জনগনকে বলতে হবে তাদের জামিন হয়েছে কিনা)
আর এমতয়াবস্তায় ৯২ ভাগ মুসলমান(প্রায় ১৫ কোটি ২০ লাখ) দাবিকারী দের দেশে তাদের দ্বিন ইসলাম কে নিয়ে, ইসলামের মুল ভিত্তির একটা হজ্ব কে নিয়ে, আল্লাহর হাবিব সঃ রহমাতুল্লিল আলয়ামিন(যাকে নিজের মা/বাবা/স্ত্রি/সন্তান/জীবিনের চেয়েও বেশি ভালোবাসা ফরজ) সঃ নিয়ে কুটুক্তি করে এই মহা পবিত্র রমজানে শাস্তি না পেয়ে জামিনে মুক্তি পায়! এটা দিয়ে সরকার কি বুজে আসেনা এদের কাছে শেখমুজিব, নাসিরের গুরুত্ব বেশি রাসুলের ছেয়ে!
তাই যে মুসলমান এই লতিফ কাজ্জাবীরর শাস্তির জন্য প্রতিবাদ করবেনা সে হিজলা মুসলমান!
২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি শেখ মুজিব ও নাসিরকে উপরে তুলছেন।
নাসির মিশরকে শক্ত দেশে পরিণত করেছে।
৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বাংলার ক্ষতি করছেন।
৪| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সত্যের পথে আরিফ বলেছেন: হায়রে দেমাগ!
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
লতিফ সিদ্দিকী দেশের নাগরিক হিসেবে, দেশের সমস্যার কথা বলেছে; আপনি জাতি বিরোধী মানসিকতার মানুষ।