নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্রকারীদের অসংখ্য ধন্যবাদ

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৪


তোমরাই পারো একজন সত্যবাদী লোকের সম্মান বৃদ্ধি করতে।
ছিলেন সাধারণ, এখন তিনি অসাধারণ! গিয়েছেন অন্যান্য সাধারণ ব্যাক্তিদের বেশে, কিন্তু এখন তিনি বিখ্যাত। ইচ্ছে করেছিলেন নিজ টাকায় উমরাহ করবেন, এখন রাষ্ট্রই দায়িত্ব নিলেন তার সম্মানে ফ্রি হজ পালনের ব্যবস্থার। যতদূর সাক্ষাৎ হতো স্বীয় দেশের আহবাবদের
সাথে, এখন অবস্থা ভিন্ন রূপ ধারন করেছে সে দেশের মন্ত্রী এবং অন্যান্য ব্যাক্তিরা হুযুরের সাথে সাক্ষাৎ করতে এগিয়ে এসেছেন এবং হুযুরের সাথে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন ও রাষ্ট্রপক্ষ থেকে ফ্রি হজ করার ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি হুযুরকে মক্কা-মদীনায় রাষ্ট্রীয় ব্যবস্থায় ইতেকাফ করার আমন্ত্রণ জানালেন। যদি আল্লাহ কাউকে সম্মান দিতে চায়, কারো শক্তি নেই তার সম্মান কেড়ে নেয়ার। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে মুফতী ফয়জুল করীম দা:বা: এর সম্মান কোনো অংশে কমে নি, বরং দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.