![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
এক লোক মিরসরাই থেকে জামালের দোকান যাবে। অনেক্ষণ পরে একটা বাস আসায় তাতে উঠতে না পেরে:-(বাসওয়ালা নিচ্ছেনা) তোরগো মার .... করে যামুনি?'
যারা এতটুকু পড়েছেন তারা কানে আঙ্গুল দেন। মেজাজ চরমে চলে যাচ্ছে। আমিও হয়তো......(অনেক কষ্টকরে বানর ঝুলা ঝুলে অফিসে এসেছি। জানিনা বিকালে কিভাবে পিরবো)
>>আসুন আমাদের মানুষরুপি আওমিলিগ মন্ত্রিদের আষাঢ় মাসের আষাঢ়ে গল্পের ছলে নেওয়া সিদ্ধান্তের একটু ঘসামাঝা করি?
১। আমার গ্রামের প্রায় ১৫/১৬ জন মানুষ এই সিএনজি চালায়। হঠাৎ এই রাড(অভাবের) সিজনে তারা সিএনজি না চালিয়ে খাবেকি? তাদের কি যোগাযোগ মন্ত্রি(যাকে আমি খুব পছন্দ করতাম, ভাবতাম এই লোকটা আওমিলিগ হলেও মানুষের জন্য মানুষের হয়েই কাজ করে) কামরুলের ব্রাজিল থেকে আনা(ভালো) গমের বস্তা দিয়ে আসবে?
২। সাধারণ মানুষ(যারা এতদিন সিএনজি নির্ভর) তারা হঠাৎকরে তাদের বিকল্প ব্যাবস্থা না পাওয়ায় যে চরম ভোগান্তিতে পড়ছে তার দায় কে নিবে? (আবেগের ঠেলায় অলরেডি গ্রামের রাস্তায়ও চলাচল বন্ধ করে দিছে সিএনজি চালকেরা)
৩। হা যোগাযোগ মন্ত্রি সাহেবের উদ্যেশ্য যে সৎ বা সড়ক দুর্ঘটনার যে অবস্থা তাতে সমপুযোগী এই সিদ্ধান্তের সাদুবাদ জানাই। কিন্তু তবুও আমি বলবো সার্বিক পরিকল্পনাবিহীন মানুষের চরম দুর্ভোগপোহানো এই সিদ্ধান্ত উঠতি পোলাপাইনের হরমোন নিঃশৃত আবেগি সিদ্ধান্তের মত।
আল্লাহ আমাদের সুস্থ বিবেগ দান করুন। মানুষ হয়ে মানুষের পাশে থাকার সুযোগ দান করুন।
মির্জা মুহাম্মদ আরিফ।
(একজন ইসলামমনা ব্লগার)
©somewhere in net ltd.