![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
শাহবাগীদের সেই গাঁজার
আড্ডাটা আর নেই, আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল গাজার বিকেল গুলো সেই, আজ আর নেই।
ইমরান আওয়ামীলীগে,
অমি পিয়াল খোয়াড়ে,
নেই তারা আজ কোন খবরে,
গ্রান্ডের
গাজাটিস্ট নাস্তিক থাবা বাবা,
শুয়ে আছে যে আজ কবরে।
কার সাথে নেচে নেচে,
আঘাত পেয়ে যে শেষে,
পাগলা হয়েছে জাফ্রিকবাল।
তানভীর ভুগছে দুরন্ত ক্যানসারে,
জীবন করেনি তাকে ক্ষমা আর।
টম জেরী চেহারা, কাধেতে
ঝোলানো ব্যাগ, মুছে যাবে শান্ত'র নামটা,
সব গুলো ছবি তার হল যে
আলুতে ছাপা, পেল শুধু উপহাস
ধিক্কার।
মেডিকেল কলেজের
ছেলে,
ইমরান সরকার,
ছাত্রলীগ যে করত,
চোখ ভরা লালসা,
শয়তানী চিন্তা নিয়ে লাকির দিকে চেয়ে থাকত।
লাকি আজ সব চেয়ে সুখে আছে,
শত শত ভক্ত প্রেমিক তার,
মিডিয়া কাভারেজে আগা গোড়া মোড়া সে,
জমির চাচার কাছে নেই কোন দাম তার।
শাহবাগের রাস্তায়, নেশাখোর মেয়েরা,
অশ্লীল অভিনয় করত,
চ্যানেলের রিপোর্টার মুন্নী সাহা
রোজ রোজ, মনগড়া খবর যে পড়ত।
সেই শাহবাগ নেই আজ,
মঞ্চটা তবুও আছে, শাপলাও আজ খালি নেই,
একই সে ঢাকাতে আজ,
কতযে হেফাজত,
শুধু সেই সে দিনের বিরিয়ানী
নেই।
কত জাগরনের ঢেউ উঠে, এই চেনা ঢাকাতে,
কত জাগরন ব্যর্থ হয়ে যায়,
কত মুরগী চোর এল গেল, কত দালাল আসবে,
শুধু ইসলাম থেকে যায়।
শাহবাগের সেই গাজার আড্ডাটা আর
নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল
গাজার আসর গুলো সেই,
আজ আর নেই।
লা লা লা লাল লা লা লা...........
২| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন: শাহবাগ তোর োগার মধ্য দিয়ে ঢুকায় দিমু ছাগু।
৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯
সত্যের পথে আরিফ বলেছেন: আমার দেওয়া লাগবেনা শাহবাগে হয়তো কুত্তায় মাঝে মধ্যে তোমাগো দেয়। এবং পরকালে ও যথেষ্ট অপেক্ষা করছে...।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
তাওহীদ৭১তমাল বলেছেন: হাহাহ।। বিনোদনমূলক , ভালো লাগল