নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

জান্নাত এখন মানুষের হাতের নাগালে বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

ইদানীং টিভিতে একটি এ্যাড দেখা যায়। আপনি কি জান্নাত লাভ করতে চান?
তাহলে আজই যোগাযোগ করুন!! তিনি আর কেউ নন আমাদের পরিচিত পীরজাদা, হারামজাদা, হাজারো ফেরাউনের জন্মদাতা, শয়তানের শিরোমণি, নমরুদের বংশধর, বিশাল জবরদস্যু জালেম, মুনাফিকের সম্রাট, জনাবা দেওয়ান বাঘী গজবতুল্লাহ আলাইহি।

এইরকম এ্যাড আফ্রিকার গহীন জঙ্গলের কোন দেশে দেখা যায় কিনা সন্দেহ আছে। জান্নাত এখন মানুষের হাতের নাগালে
বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে। তার মুরিদের সংখ্যাও কিন্তু কম না। এই ধরনের নজীর
মনে হয় শুধু বাংলাদেশে পাওয়া যায়। অন্য কোন গ্রহে পাওয়া যায় কিনা সেটা হয়ত প্রত্নতাত্ত্বিক দের গবেষণার
বিষয়। তারা বাংলাদেশর প্রাণকেন্দ্র ঢাকার মতিঝিলের একটি অত্যন্ত ব্যস্ত রাস্তা বন্ধ করে আওয়াজের
মাহফিল করে। এদের কে কেউ কিন্তু প্রতিহত ও করেনা। কারণ এদের ভক্ত হল বাংলাদেশর একশ্রেণীর বদমাইশ নেতা নামের কুলাঙ্গার আর ঘুষখোর কিছু সরকারি আমলা। যে কারনে এই জাতীয় মহা ভণ্ডরা বাংলাদেশে ভাত পায়।
বাংলাদেশের সকল সরকারই এদের নিরাপত্তা দেয় । আল্লাহ সুব-হানাহু তা'আলা এই সব শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.