![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
কিভাবে ধর্মনিরপেক্ষ হয়একটা মুসলমান?(যার যার ধর্ম সে সে পালন করবে সেটা ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতাবাদ নয়! আমি চ্যালেন্জ দিলাম)
আওমিলিগের সাবেক দ্প্তরবিহীন মন্ত্রী, মহাসচিব সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন এক সমাবেসে যে, "আমি হিন্দু ও না মুসলমান ও না" উনার এই কথা যদিও উনি বেইমান। তবে মুনাফেক না!
হা ধর্মহীন রাজনীতি উনাদের সাজে কারন উনাদের ধর্মের অবস্থানের একটা উদাহরণ বর্ণনা করলাম।
সেটেলমেন্ট অফিস থেকে জমি জরিপের জন্য আসছে। আপনার জমি দেখিয়ে বলছে এই জমি কার?
আপনি বললেন আমি বলতে পারবোনা, আমি এ ব্যাপারে নিরপক্ষ!
জমি আপনার নামে রেকর্ড হবে না অন্যের নামে রেকর্ড হবে?
কোন ব্যাক্তি আপনার বাবাকে দেখিয়ে জিজ্ঞেস করল,এই ব্যাক্তি কে?
আপনি বললেন আমি বলতে পারবোনা, আমি এ ব্যাপারে নিরপক্ষ!
আপনি সুপুত্র হবেন না জারজ পুত্র হবেন?
আমি আমার জমির পক্ষে, আমি আমার বাবার পক্ষে।
আমি মুসলমান, আমি আমার ধর্মের পক্ষে।
রাজনীতি।
রাজহাস:- রাজহাস তাকে বলাহয় যে হাসের মধ্যে রাজা। এভাবে রাজধানী, রাজনীতি......।
যা নীতি নীতির মধ্যে সেরা সেটাই হল রাজনীতি।
এ পৃথিবীর সবছেয়ে নীতিবান, নীতির রাজা হল আমার সরদারে দো-আলম, রাসুলে আকরাম স:
মহান রাব্বুল আলামিন তার হাবিব(স.) সেই নীতির বাস্তবায়ন করতে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং তার শিক্ষা উম্মাতকে দিয়েগেছেন হাতেকলমে। শুধু উনি রাষ্টপরিচালক ছিলেন তা না। উনার পরে যাদের মর্তবা ছিলো সবচাইতে বেশী। সেই হযরত আবু বক্কর, হযরত ওসমান, হযরত ওমর ফারুক, হযরত আলী (রা) প্রতেকেই সেই দায়িত্ব পালনকরে গেছেন।
আর আমাদের কাপের আব্রাহাম লিংকনের গণতন্ত্রে আত্মবিশ্বাসী হয়ে সংগ্রাম চালিয়ে যেতে বলেছেন?
আচ্ছা ধরি এই মুহুর্তে যদি রাসুলে কারিম(স.) সশরীরে মদিনায় অবস্থান করছেন। আর বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি সেখানে গিয়ে তারতিবের সাথে বসে উনাকে বাংলাদেশের সব অবস্থা খুলে বললেন।
আপনার কি মনেহয় রাসুল(স.) বলবেন;- যা সবাই মিলে বেগম খালেদা জিয়ার নেতৃেত্বে যাপিয়ে পড়? যা সবাই মিলে শেখ হাসিনার নেতৃেত্বে আন্দোলন কর, সংগ্রাম কর?
নাকি বলবেন যা আমার আদর্শের সাথে যার মিল, আমার চেহারার সাথে যার মিল, আমার সিরাত/সুরাতের সাথে মিল সে যতই ছোট হউকনা কেন যা তার নেতৃেত্ব যাপিয়ে পড়।
আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনি উত্তর দিন।
আমি আল্লাহর কাছে মননিত একমাত্র ধর্ম ইসলামের রাজনীতি করি। যারা কালেমা তৈয়্যাবা পড়েছে তাদের উপর ইসলামী রাজনীতি করা ফরজ। কেউ করুক আর না করুক। কেউ পাশে থাকুক আর নাথাকুক।
কারন যখন আমার জবান আর কাজ করবেনা, যখন আর স্লোগান দিতে পারবোনা। যখন হার্ট,নার্ভ সব বন্ধ হয়ে যাবে। যখন আমার এই মরা লাসটাকে আমার স্ত্রী-সন্তানও ভয় পাবে। তখন আমার এই লাশটাকে কবরে রাখার সময় বলবে;- বিসমাল্লাহী ওয়ালা মিল্লাতি রাসুলিল্লাহ''
সাবধান এই মিল্লাত মানে দল।
তুমি সারাজীবন রাসুলের একটা কথা মানলানা। উনার দলভুক্ত হতে পারলানা। বেইমান আব্রাহাম লিংকনের তরিকায় জিয়ার আদর্শ, মুজিবের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছ। আর মরার পরে পছা লাসটারে আল্লাহর হাবিব(স.) এর মাথার ুপর তুলে দিচ্ছ!
পুজা করবে নাকি এই মরা দেহ দিয়ে আল্লাহর হাবিব?
আল্লাহ আমাদের সবাইকে ইসলামর সবকটি হুকুম আহকাম মেনে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন।
মির্জা মুহাম্মদ আরিফ।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সত্যের পথে আরিফ বলেছেন: জনাব মতবাদ টা আমার না। আপনাদের আস্তাকুড়ে ফেলে দেওয়া ইসলামটাকে একটু মেলে ধরতে চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮
ছাসা ডোনার বলেছেন: আপনি আপনার একগুয়েমী মতবাদ নিয়ে নিজের বাড়ীতেই বসে থাকেন। আপনার কাছে মনে হয় আপনিই শুধু সঠিক কথা বলছেন আর অন্যমতবাদীরা বেঈমান কাফের। আমি অবাক হই আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে।আপনার এই শিক্ষা নিয়ে অন্যকোন জগতে চলে যান, কারন বাংলা সব ধর্মাম্বলী মানুষের বাসস্থান। কেউ আপনার দানকরা ভূমিতে বসবাস করে না।