![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
ভাবনা- ১
নাস্তিকপোষা ধর্মনিরপক্ষ(ধর্মহীন)সরকার ষড়যন্ত্র করেই তিন চাকার গাড়ি বন্ধ করছে।
উদ্যেশ্য এক- তা হচ্ছে ,অামার, অাপনার, মা,বোন যাদের গায়ে কোনদিন পর পুরুষের হাত লাগেনি, যারা রিক্সা কিংবা সি এন জি ছাড়া কোথাও যান না, সেই তাদেরকেই বাসে উঠতে বাধ্য করা, ফলে পুরুষের ধাক্কা খেতে হবে, একসাথে ঘেষাঘেষি করে চলতে হবে, লুচ্চা পুরুষেরা ইচ্ছ করেই পেছন থেকে ঠ্যালা দিবে, গায়ে হাত দিবে, সামনে থেকে অকারনে পিছে গড়িয়ে পরবে, ধর্ষিত হবে, লজ্জা চলে যাবে পরিনাম ভয়ানক চারিত্রিক বিপর্যয়, যখন "মা", জাতির পবিত্রতা থাকবে না,
তখন মুসলিম জাতির মধ্যে ইসলামও থাকবেনা।
আমার এক বন্ধু তার বোনকে মাদ্রাসায় না যাওয়ার কারন জানতে চাইলে, সে লজ্জায় বলতে চাইছিলো না, অনেক ক্ষন পরে বল্লো যে মাদ্রাসা থেকে অাসার পথে বাসে করে অাসতে হয়, অনেক সময় বাস খালি থাকে, ড্রাইভার এমন করে তাকায় যেন .............!, অার উঠা নামার সময় ছেলেরা অযথাই গায়ে হাত দেয়। একটু জ্যাম হলেতো কথাই নাই, ।,,,,,,
ভায়েরা এই বোন কে কি জাওয়াব দিবেন????
ভাবনা-২
অারেকটা রহস্য হলো, মন্ত্রীরা
গাড়ির বড় একট চালান অামদানি করবে, CNG বন্ধ না করলে তাদের
নতুন চালানের গাড়ি কে কিনবে?
অাংগুল ফুলায়া কলা গাছ কেমনে হবে?
ভাবনা-৩
হা সড়ক দুর্ঘটানা এড়ানোর নামে মুলা ঝুলানোর নাটকটা ভালোই লাগছে! (যদিও সরকারের সদ ইচ্ছা থাকালে জনগনের টাকা একটু কম খেয়ে মহাসড়কের সাথেই বিকল্প লেইন করে এই গাড়ি গুলু চলতে দেওয়া যায়)
ভাবনা-৪
সবদিক চিন্তানাকরে চেংড়াপোলার হেংলামির মত নেওয়া সরকারের সিদ্ধান্তের তিব্র নিন্দা জানাই। যদিও আমি জনপ্রতিনিধি না কিন্তু জনগন হিসেবে জনগনের সুখ-দু:খ আমাকে ভাবায়।
আর ভাবায় বলে একটা সিএনজির সাথে জড়িয়ে থাকা ১০/১২ টা পেট এর ক্ষুদার কথা আমাকে ভাবতে হয়।
নিজেকে কিছুটা মুসলমান দাবিকরা নিজের মা-বোনকে গাদাগাদিকরে লোকাল বাসে ঠেলে দিতে হয় বলে ভাবতে হয়!
কারন আমার জনগণের টেক্সের টাকাদিয়ে কেনা ফোরওয়েল ফাযারু নেই।
হেদায়েতের জন্য দোয়া করতেও আর মন টানেনা এসব মানুষরুপি জানোয়ারদের জন্য।আল্লাহর গজব বেশীদুর নেই। আসুন আমরা যারা ইসলাম মানার চেষ্টা করি। নিজেকে আল্লাহর খলিফা দাবিকরি। সবাই একযোগে এই জালিমের জুলুমের বিরুদ্ধে (নাহি আনিল মুনকার) রুখে দাড়াই? নাহয় আল্লাহর গযব যেভাবে আমাদের উপর পতিত হচ্ছে তার মাত্রা আমাদের চুপথাকার ধরুন বেড়েগেলে মুসলমানিত্বের ম ও আর থাকবেনা।
©somewhere in net ltd.