নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

আপনি মানুষ না আওমি.......

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

একশ্রেণী আছে যারা আওমিলিগ যাই ভালো করুকনা কেন...এটা আইওয়াস,ধোকা,চক্রান্ত, মহা চুরি, দুর্ণীতি, ভারতের......।
এরা বিএনপি।
একশ্রেণী আছে যারা বিএনপি যাই ভালো করুকনা কেন ....এটা মুখের কথা(নিজের বেলায় কি করছিলো), মিথ্যাবদি,চোরের মায়ের বড় গলা, পাকিস্তানি/আমেরিকার চাল.....।
এরা আওমিলিগ।

আসুন আমরা আওমিলিগ/বিএনপি না হয়ে, সত্য ও সৎ বিবেকের মানুষ হই? সত্য ও সৎ বিবেগবান মানুষ কবু দলকানা হয়না। যারা ভালো মন্দের যাচাই-বাচাই করে সত্য ও সৎ কে সততার উৎকৃষ্ট পদে আদিষ্ট করার চেষ্টাকরে তারাই মানুষ। কারন মানুষ কেই আল্লাহ সেটা বুজার ক্ষমতা দিয়েচেন, পশু কে দেননাই।

পশু ও তার মালিকের অনুষরণ করে। কিন্তু আমাদের আফসোস, আমরা আসল মালিকের গোলামি না করে দুনিয়ার সামান্য দুনিয়াদারদের দুনিয়াতে সামান্য পাওয়ার জন্য অন্ধ গোলামি করি, পা চাটি!

যারা মানুষ এবং মুসলমান তারা বুজবে। আর যারা মানুষরুপি কুকুরের স্ববাভ অর্জন করে ফেলেছে টারা মুসলমানের মুসলমানিত্য ভূলে কুপরি তন্ত্রে মন্ত্রে ডুবে আছে থাকবে। পা চাটছে, চাটবে। ব্যক্তি ও দলপূজা করছে, করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.