![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার বছর গার্মেন্টসের জন্য সফটওয়ার তৈরী করেছি । বেতনের সফটওয়ার, পে রোল বানিয়েছি । অনেক গার্মেন্টস ঘুরেছি । বিচিত্র তিক্ত অভিঞ্গতা ।
অধিকাংশ মালিক রাজনীতির সাথে জড়িত । সাবেক আমলা, সেনা, চোর সন্ত্রাসী আর অশিক্ষিত লোকও গার্মেন্টসের মালিক । তারা শ্রমিকদের বেতন চুরির নানা কৌশল খুজে সব সময় । নতুন নতুন ফরমুলা দেয় চুরির জন্য । একচুয়াল আর কম্প্লায়েনস স্যালারি শীট করা হয় । বায়ারকে দেখানো হয় একটা আর স্যালারী দেয়া হয় আর এক টা তে । বায়ারদের সামনে শেখানো বুলি বলানো হয় ।
বেতন বকেয়া রাখা হয় । পরিবেশ মারাত্বক খারাপ, ভ্যাপসা গরমে টেকা দায় । অথচ কর্মকর্তারা থাকে এসি রুমে । ট্রেড ইউনিয়ন নাই, করতে চাইলে ছাটাই, বহিস্কার, এলাকার ক্যাডার দিয়ে মাইর ।
ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণ করে এলাকার ক্যাডাররা । অনেক মালিকের নিজস্ব ক্যাডার বাহিনী আছে ।
অগ্নি নির্বাপনের ব্যাবস্থা অনেক গার্মেন্টসে নেই । নেই প্রশক্ষণের ব্যবস্থা । জরুরী নামার কোন সিড়ি নাই । মুল গেট সব সময় বন্ধ থাকে ।
গেটে নো চাইল্ড লেবার কথাটা থাকলেও অনেক শিশু শ্রমিক থাকে ।
নাইটের নামে চলে একটানা ২/৩ এমনকি সাতদিন টানা পরিশ্রম । কোন কোন গার্মেন্টসে কোন ব্রেক ও দেয়া হয় না ।
অনেকটা দাসের মত আচরণ করা হয় ।
পাওনা ছুটিও দেয়া হয় না ।
কোন কোন গার্মেন্টসে শ্রমিকনেতা আছে কিন্তু তাদের অধিকাংশই মালিকদের পোশা কুত্তার মত কাজ করে । সাধারণ শ্রমিকদের কোন কাজেই তারা আসেন না । যারা এদের বাইরে ভাল কিছু করতে চান তারা নির্যাতিত হন ।
নারী শ্রম সস্তা আর নারীরা নীরবে সব সহ্য করে । কারন তারা গরীব আর অসহায় । নারী নির্যাতনের ঘটনাও আছে প্রচুর কিন্তু তা প্রকাশ হয়না বা কেউ করেনা চাকরী হারানোর ভয়ে ।
এর মাঝে কিছু দালাল আছে যারা শ্রমিক অসন্তোস সৃষ্টি করে প্রভুদের এবং নিজের ফায়দা লুটে । বিদেশী চক্রান্ততো আছেই । এদের কাছে গার্মেন্টস মালিকরা অসহায় । শীপমেন্ট বাতিল হয় ।
আর আছে মার্সেন্টডাইজার যারা দুমুখো সাপের মত গার্মেন্টস মালিক ও বায়ারদের কাছে সুবিধা নেয় । গার্মেন্টস মালিকরা এদের উপর মারাত্বক নির্ভরশীল আর এদের আয় রোজগার ও ভাল !!
কোন দুঘটনার বিচার হয়না , কারনটা সবাই জানে । মালিকরা প্রভাবশালী আর কোন না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত । কারখানা পরীক্ষার কোন ব্যবস্থা নেই ।
গ্যাস আর কারেন্ট গার্মেন্টস শিল্পের বড় সমস্যা । এদিকে সরকারের কোন খেয়াল ই নেই ।
এতকিছুর পরেও কিছু ভাল গার্মেন্টস দেখেছি । আশুলিয়ার ধৌড় মোড়ের তুরাগের অপর পাড়ে একটা নামকরা গার্মেন্টস আছে । একজন মহিলা গার্মেন্টসটার পরিচালক । অসাধারণ ব্যবহার উনার । সব মেয়েকে নাম ধরে চেনে । খোজ খবর নেন কাছে থেকে । মনে হয়না যে তিনি মালিক আর এরা শ্রমিক ।
আপাতত এসব কিছু চোখে পড়েছে । একমত নাও হতে পারেন । আপনাদের মতামত কামনা করছি ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তথ্যবহুল , অনেক কিছু জানলাম,
সত্য বড় মর্মান্তিক।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তথ্যবহুল , জানলাম অনেক অজানা মর্মান্তিক সত্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক কিছু জানলাম!