| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো একটা রঙিন দিন এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই আফসোসের এবং জেগে আছি আজো তুমি আবার ডাকবে এই বিশ্বাসের কোনো নাম নেই
সময়ের চোরাপথে জীবনের বিপরীত স্রোত
সমর্পিত যে কাওকে ঠেলে নিয়ে যেতে পারে
এখানে বন্ধু ঝোপঝাড়, কাঁটাবন হাবিজাবি অনেক কিছু
প্রত্যাশাহীনতা
ছেড়ে দেয়া দুর্দমনীয় স্পৃহা
বুকের ভেতর গুম-বিষন্নতা
চলো বন্ধু সবকিছু ছেড়েছুড়ে আঁকাবাঁকা পথে হাঁটি
গলা ছেড়ে গেয়ে উঠি গান
রক্তের ভেতর কেবল রুখে দাঁড়ানোর খেলা
খেলায় খেলায় জীবন মরন
©somewhere in net ltd.