| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো একটা রঙিন দিন এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই আফসোসের এবং জেগে আছি আজো তুমি আবার ডাকবে এই বিশ্বাসের কোনো নাম নেই
গতরাতে হারিয়েছে চাঁদ তার একমাত্র প্রতিভা
সেই ভোর থেকে তবু
সারাটা নগর জুড়ে তোলপাড় ব্যস্ততা ছুঁয়ে
দু'একটা দোয়েলের শিস কিংবা
নিরবিচ্ছিন্ন সময়ের সুর বাতাসে বাতাসে ।
অথচ অনেক কম্পমান দিন
অনেক উল্লাস, তৃষ্ণা আর স্পৃহার অবসানে
চেয়ে থাকে মৌন দেবদারু আর পিচঢালা পথ
ব্যস্ত দালানের পাশে ছড়িয়ে পড়ে
নীলাভ স্নিগ্ধতার স্তব্ধতাতাড়িত বিষণ্ণতা।
বাতাসে কান্নার ঘ্রাণ
বুকচাপা কষ্ট নিয়ে জ্যোৎস্নায় উড়ে যায় মেঘ ।
©somewhere in net ltd.