| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো একটা রঙিন দিন এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই আফসোসের এবং জেগে আছি আজো তুমি আবার ডাকবে এই বিশ্বাসের কোনো নাম নেই
প্রশস্ত আলিঙ্গনে আস্বস্ত কর
যদিও দ্বিধাগ্রস্ত স্মৃতির ইতিহাস শতাব্দি পুরনো
বেলকনিতে অনাহারী ক্যাক্টাস
তবু ঘুরে ফিরে মনে আসে ফেরারি জোনাক
সমর্পণে জাগ্রত যৌবন
এবং এভাবেই
প্রিয়তমা হয়ে ওঠো ক্রমশ
তাকাও পরস্পরের দিকে
চোখে নিয়ে সংশয় আর প্রশ্রয়
এবং এভাবেই
প্রেম বেড়ে ওঠে ক্রমশ!
ভীড়ের মধ্যে শুধু একজন রমণী নও
নিজেকে হারিয়ে ফেলা
সন্ত্রস্ত জনতার মধ্যে একটি নাম
অতীতে কখনো ছিল না
কোন স্বর কিংবা সুর
যাদের ভেসে বেড়ানোর
অতিলৌকিক কথা
ছড়িয়েছে আলোয় বাধানো চোখ ধাঁধানো
এই শহরের আনাচে কানাচে
অথচ সিনেপ্লেক্সে শব্দের হুল্লোড়ে কে কাঁদে
কে রাখে তার খোঁজ
মন বদলের দলাদলিতে
লুকানো নাম্বারটাও কখনো
খুঁজো না আর!
কিন্তু এভাবেই
প্রেম বেড়ে ওঠে!
প্রেম থেকে যায়!!
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭
মিঠু জাকীর বলেছেন: থাকবেই !❤
২|
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৬
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর হয়েছে দাদা...
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯
মিঠু জাকীর বলেছেন: সত্যি ?
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি প্রেম থেকে যায় ।প্রেম অবিনশ্বর ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯
মিঠু জাকীর বলেছেন: ঠিক তাই !❤
৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫১
মিঠু জাকীর বলেছেন: অনেক ধন্যবাদ ! সাথে থাকবেন, সহজ করে যাতে লিখতে পারি ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
সোনালি কাবিন বলেছেন: তাহলে থেকেই যাক !