নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম লেখা

সহজ কথন

ভাল মানুষ

সহজ কথন › বিস্তারিত পোস্টঃ

অযৌক্তিক যুক্তি

১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৯

somewherein বন্ধ থাকায় লেখাটা ব্লগাইতে পারিনি। তাই বৃষ্টি শুরু হওয়ার কয়েকদিন আগের তাপদাহন চলাকালীন সময়ে লেখা ধরে নিয়ে লেখটা পড়তে হবে.............

একটি অযৌক্তিক পোস্ট।

সেদিন একটা ভারতীয় নিউস পোর্টালে দেখছিলাম, "heat wave takes over 300 death toll". দাবদাহনে সেখানকার অবস্থা খারাপ। আবার তার নিচেই আরেকটা নিউস, "top sexiest women of the year!" বলা বাহুল্য, প্রথম খবর পড়ে আমার কপালে যে দুশ্চিন্তার রেখা জেগেছিল, পরের খবরে তা কমতে থাকে। কারণ খবরটা ছিল চিত্তাকর্ষক (অ)-ভদ্র মহিলাদের নিয়ে। এবং সম্ভবত এদেরকেই তেঁতুল বলে। কিন্তু আমি চিন্তা করছিলাম এই তেঁতুলদের সাথে পরিবেশের তাপমাত্রা বাড়ার কোন সম্পর্ক আছে কিনা-বিশেষ করে ভারত যখন একটা সস্তা তেঁতুলের দেশ; আমরা সবাই তা জানি! তাহলে একটু চিন্তা করি। এমনিতে তেঁতুল একটি শীতল ফল এবং পুরোটাই আবরণে ঢাকা থাকে। তাই স্বাভাবিকভাবেই যদি এটাকে নিরাবরণ করতে হয় এবং এর তাপমাত্রা বাড়াতে হয়, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। একইভাবে ভারতীয় নারীকুল প্রকৃতিগতভাবে লজ্জাশীল। কিন্তু যেহেতু ভারতীয় তেঁতুলখাদক পুরুষসম্প্রদায়ের এটা পছন্দ নয় তাই তারা বাহির থেকে প্রচুর শক্তি তথা তাপ-শক্তি প্রয়োগ করে (এটা মিডিয়াতে যশ ও অর্থলাভের প্রলোভন, তথাকথিত সম-অধিকার দেবার নাম করে পন্যায়নের প্রলোভন ইত্যাদি হতে পারে)। এবং পদার্থবিজ্ঞানের ত্বত্ত্বানুযায়ী তাই বাহিরের পরিবেশের তথা সিস্টেমের তাপমাত্রা বেড়ে গেছে বলে আমার মনে হয়!

এদিকে দেশী চ্যানেলে দেখি ভারতীয় তেঁতুলের ছড়াছড়ি। দীপিকা কয় লাক সাবান মাখতে, আবার দীপিকা বানান ভুল হচ্ছে বলে আনিসুল হকের মত লেখকরা ফেসবুকে মারে স্ট্যাটাস! আবার কাটরিনা কয় বার্জার পেইন্ট কিনতে! বাংলাদেশও ভারতীয় সস্তা তেঁতুলে সয়লাব। মাঝে মাঝে বাংলাদেশী চ্যানেল দেইখা চোখ কচলাই-ভারতীয় চ্যানেল দেখতাসি কিনা! জানিনা এ দুয়ের সম্পর্ক আছে কিনা কিন্তু বাংলাদেশেও তো দেখছি এখন দাবদাহ শুরু হয়েছে যেন। বৃষ্টিরও আপাতত দেখা নেই। আমি চিন্তিত।

হে প্রভু, তুমি আমাদের সস্তা তেঁতুল আর দাবদাহন, দুটো থেকেই রক্ষা কর।

বিঃদ্রঃ অযৌক্তিক পোস্ট। তবে যুক্তি খুঁজে পেলে আমি দায়ী নই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৫

শাহরিয়ার নীল বলেছেন: মজা পাইলাম, গরম লাগতেছে এখন।

২| ১২ ই জুন, ২০১৫ রাত ৮:১৩

সহজ কথন বলেছেন: ঠান্ডায় আপনার কামে দিছে মনে হয়.......... অযৌক্তিক, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.