![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বরের রাজ্যে পৃথিবী তিতাময়।
লোভনীয় রসনার যেন বৃথা অপচয়!
আম, জাম, চমচম; আরো আছে যত যা
জিহ্বার ফাঁদে পড়ে হয়ে যায় যা-তা।
ধুর ছাতা, ছাতা ধরা জিহ্বার কী দোষ!
জ্বরময় দুনিয়ায় তেতোদেরই রাজ-যশ।
হে জ্বর, তুমি মোরে করেছ মহান।
তুমি মোর পেশীতে পেশীতে আরও করেছ ব্যাথার দান।
তবে এবার ব্যাটা শোন,
তুই মোরে আরও করেছিস প্রতিশোধ-জ্বালা দান।
কাঠ-ফাঁটা রোদ্দুরে তোর হোক যত ক্ষমতা;
যদি কভু নাও পারি, দিতে নর-নারী সমতা!
তবু এ পৃথিবীকে জ্বরমুক্ত করে যাব আমি,
নব্য জ্বরাক্রান্তের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।
©somewhere in net ltd.