নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠুন গোস্বামী

মিঠুন গোস্বামী › বিস্তারিত পোস্টঃ

সকল শিক্ষার্থীর চাকরীর নিশ্চয়তা চাই

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

গত কয়েকদিন আগে সরকার ৩৪তম বিসিএস প্রিলিমিনারী পরিক্ষার ফলাফল দেওয়ার পর সারাদেশের ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পরেছে। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও মানব বন্ধন, বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। বিসিএস চাকরীর ক্ষেত্রে কোটা বিষয়টি মৌখিক পরিক্ষায় প্রযোজ্য হলেও এবার প্রিলিতেই প্রযোজ্য করেছে। কেউ ৮০নাম্বারের উপরে পেয়েও চান্স পায়নি আবার কেউ ৬০ পেয়েও চান্স পেয়েছে। আর এজন্যই এই ক্ষোভের সৃষ্টি। এর বিরুদ্ধে এককে জন এককে রকম বক্তব্য দিচ্ছে। কেউ বলছে পুরো পরিক্ষাটাকে বাদ দিতে হবে আবার কেউ পূণ: মূল্যায়নের দাবী করছে। আজকে যেখানে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী বিসিএস পরিক্ষায় অংশ গ্রহণ করেছে সেখানে সরকার মাত্র ১২হাজার ৩৩জন শিক্ষার্থীকে টিকিয়েছে। এভাবে লিখিত ও মৌখিক পরিক্ষায় আরও অনেককে বাদ দিয়ে হাজার দুয়েক শিক্ষার্থীকে চাকরী দিবে। এর মধ্যে যারা বাদ পড়বে তারা নিজেদেরকে মেধাহীন বলে অখ্যায়িত করে অন্য কোথাও চাকরীর জন্য মাথা টুকতে থাকবে! কিন্তু আমরা কোন কৌটা পদ্ধতির নামে সাধারণ শিক্ষার্থীদেরকে যে প্রহসন করছে তা বন্ধ করে সকল শিক্ষার্থীদের চাকরীর নিশ্চয়তা চাই। আমরা যদি একটু লক্ষ করি বাংলাদেশ নামক একটি নয়া উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পর নির্বাচিত, সামরিক, তত্ত্বাবধায়ক নামে বিভিন্ন দল ক্ষমতায় এলেও দেশের বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাদের চাকরী ব্যবস্থা করতে পারছে না। আজকের এই মহাজোট সরকার ক্ষমতায় অঅসার আগে ঘরে ঘরে চাকরীর দিবে বলে প্রতিশ্রুতি দিলেও জনগণ আজকে বুঝে গেছে এটা শুধু ক্ষমতায় যাওয়া কৌশল। মহাজোট সরকার শাষণ আমলে সর্বশেষ মহা বাজেট ঘোষণা করলেও এই বাজেটে দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন কিংবা কর্মসংস্থানের কোন দিক নির্দেশনা নেই যা অতীতের কমিশন ভোগী শাষকরাও করেছে। আগামীতেও হয়তোবা ক্ষমতা বদলের পালায় যে কেউ ক্ষমতায় আসুক না কেন সা¤্রাজ্যবাদী দালালদের পক্ষে তা করা কখনই সম্ভব নয়। আজকে এই দালালদের উদ্দেশে বলতে চাই আজকে ছাত্ররা শুধু সরকারে এই ভাওতামীর বিরোদ্ধে রুখে দাড়িয়েছে আগামীতে একদিন এই ক্ষোভ একদিন সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল বিরুধী আন্দোলনে রুপ নিবে। তখনই কেবল ছাত্র সমাজসহ জনগণের মুক্তি আসা সম্ভব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.