![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ে ৩টি বিষয় "টক অব দ্যা ডে" তে পরিনত হয়েছে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র এনিয়ে আলোচনার ঝড় উঠছে। বিষয় গুলো হচ্ছে তোবা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, মাওয়া ঘাটে লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়া, গণমাধ্যম নীতিমালা। হয়তোবা উক্ত বিষয় গুলো নিয়ে আরো কিছুদিন আলোচনা চলবে, চিৎকার চেচামেচী, টক শো গুলো আরো গরম হবে। এক সময় এসে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে! কেননা উক্ত আলোচ্য বিষয় গুলোর মতো ঘটনা আমাদের দেশে প্রায়শই ঘটে যাচ্ছে। টেলিভিশন কিংবা পত্রিকার পাতা উল্টালে তা সহজেই চোখে পড়ে। যা দেখে কোন একজন সুস্থ মানুষের পক্ষে কোন ক্রমেই সুস্থ মানসিক ভারসাম্য বজায় থাকার কথা নয়। তারমানে রীতিমত আমারা অসুস্থ হয়েই আছি! তাইতো এসব ঘটনা আমাদের কাছে এখন স্বাভাবিক!
বিকেলে বন্ধুদের সংঙ্গে চা-টা খেতে খেতে উক্ত বিষয় গুলো নিয়ে তুমুল আলোচনায় মেতে উঠি। কিন্তু দেখা গেল বিষয় গুলো আমাদেরকে উদ্বেগ, অনুশোচনা, ব্যথিত না করে বরং অনেকটা রোমান্সই দিয়েছে! কেননা একজন বিশ্ববিদ্যালয়ের (সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষার্থী হয়ে যা চিন্তা করার কথা তা করতে পারছিনা, আবার পারলেও ক্রমেই যেন তা হারিয়ে ফেলছি! কারণ এর জন্য যে মুল্যবোধ, সচেতনতা, দায়িত্ববোধ থাকা প্রয়োজন তা আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা দিতে পরছেনা! অতি সাধারণ ভাবে বলতে গেলে সমাজপতি, রাষ্ট্র নায়ক, শিক্ষা দাতা গণদের কাছ থেকে যে আদর্শ গ্রহণ করছি তা এসকল গাম্ভীর্যপূর্ণ শব্দ গুলোর সম্পূর্ণ বিপরীত অবস্থানে!
ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে শান্তি পূর্ণ আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শ্রমিকদের ও তাদের আন্দোলনে সমর্থন কারীদের উপর বর্বর হামলা, নতুন নীতিমালা করে গণমাধ্যমের গলা টিপে ধরতে চায় যারা সে রাষ্ট্র নায়ককে আমারা গণতন্ত্রের মানস কন্যা বলছি! চলাচলে অনুপযোগী লঞ্চ পিনাক-৬ ডুবে শত শত মানুষ নিহত হলেও নিম্নতম লোক দেখানো শোক প্রকাশ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনকি মন্ত্রী পর্যন্ত বহাল তবিয়তে থেকে বড় বড় বাকোয়স কথা বলছেন! আমরা তা দেখেও যেন না দেখার বান করছি! যে ঘটনা গুলো ঘটছে তা তো আমার ঘটেনি এই ভাবছি! এই যখন দেশের বেহাল পরিস্থিতি তখন তাকে ঘুণে ধরা সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা না বলে কি-বা বলতে পারি?
©somewhere in net ltd.