![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!
কলমের কয়েক ঘষায় লিখে ফেলতে ইচ্ছে করে
সমস্ত হতাশা, দুঃখ-কষ্ট, অসহায়ত্ব কিংবা অপারগতাগুলো!!
লিখে ফেলতে ইচ্ছে করে চোখ জ্বালিয়ে দেয়া অবহেলাগুলো,
লিখে ফেলতে ইচ্ছে করে না চাইতেই পাওয়া কিছু করুনা,
আকাঙ্খার কবিতা, তাচ্ছিল্যের হাসি কিংবা বিরক্তির দৃষ্টি!!
লিখে রাখতে ইচ্ছে করে মধ্যরাতের বৃষ্টির শব্দ,
ঘুমিয়ে থাকা স্বপ্ন, কিংবা জেগে থাকা অলসতা...!!
লিখে রাখতে ইচ্ছে করে প্রত্যাশার শূন্য খাতার গান,
ঘুমহীনতার রাত, শরীরের ক্লান্তি কিংবা
মাথার ভেতর জমে যাওয়া দারুন ব্যাথাগুলো...!!
মাঝে মাঝে লিখে রাখতে ইচ্ছে করে দুপুরের কড়া রোদ,
বিকেলের ঠান্ডা হাওয়া অথবা সন্ধ্যার নিরবতা...!!
ইচ্ছে করে লিখে ফেলি কিছু স্মৃতি, কিছু স্পর্শ, কিছু চাউনি,
কিছু কথোপকথন, কিছু আশা কিংবা হঠাৎ পাওয়া সুখে হৃদস্পন্দনগুলো!!
লিখে রাখতে ইচ্ছে করে সিগারেটের ধোঁয়া, ছাই,
হতাশায় ডুবে থাকা রাত কিংবা দুঃস্বপ্নে ভরে থাকা নীদ্রাগুলো...!!
লিখে রাখতে ইচ্ছে করে শীতের গন্ধ, সাইকেলের গতি,
শরীরের ঘাম কিংবা হাঁপিয়ে উঠার নিশ্বাসের শব্দ!!
লিখে রাখতে ইচ্ছে করে ছেলেবেলা, বড়বেলা কিংবা
বড় বেশি অবেলাগুলো এবং অবেলাগুলো!!
লিখতে ইচ্ছে করে একটি কবিতা,
যেখানে কেউ নেই, কেউই না!!
২৪ শে মে, ২০১৮ রাত ১:০৪
মিজানুল আজম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
২| ২৪ শে মে, ২০১৮ রাত ১:০২
স্ব বর্ন বলেছেন: অগুছালোদের গুছিয়ে লিখে রাখতে ইচ্ছে করে আমার।
শব্দের ব্যবহার ভাল লেগেছে সুন্দরতম।
২৪ শে মে, ২০১৮ রাত ১:০৫
মিজানুল আজম বলেছেন: শুনে ভালো লাগলো!! অনেক ধন্যবাদ দাদা!!
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১:২০
কাইকর বলেছেন: সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন
২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৬
মিজানুল আজম বলেছেন: সময় পেলে উদাস মনে দেখি জোছনা!!!!
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১:২০
স্ব বর্ন বলেছেন: পরবর্তী লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইব প্রিয় মিজানুল আজম
২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৯
মিজানুল আজম বলেছেন: অপেক্ষায় থাকবেন বলে ধন্য করলেন
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১:২৬
ওমেরা বলেছেন: রাখুন লিখে।
২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৮
মিজানুল আজম বলেছেন: কবিতাকারে লিখে রাখার চেষ্টা!! ধন্যবাদ ভাই!!
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১:৫৯
হবা পাগলা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর পদ্যের জন্য।
২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৮
মিজানুল আজম বলেছেন: আপনাকেও ধন্যবাদ দাদা
৭| ২৪ শে মে, ২০১৮ ভোর ৪:০৫
মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: প্রতিটা লাইনের শেষে তিনটে করে ডট দুটো করে আশ্চর্যবোধক কেনো?
২৪ শে মে, ২০১৮ ভোর ৪:২০
মিজানুল আজম বলেছেন: তা জানিনা!! বলতে পারেন এটা একধরণের ভালো লাগা!!
৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ রাত ১:০১
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন