![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ ঘেড়া অবুজ পাহাড় রক্ত নিয়ে খেলা
রোজ সকালেই বসে হেথায় অস্ত্রধারীর মেলা।
নয়ন, রমজান,সাদিক,হারুন আরো হাজার ভাই
ওদের খেলার পন্য হয়ে মোদের মাঝে নাই
সত্য লেখার দাবী নিয়ে বিবেক সাজে বোবা
সাংবাদিকতা মহান পেশা তাই করছে ওদের সেবা
নেতা আসে বানী দিয়ে সাড়তে মোদের ব্যাথা
ফিরলে একবার সমতলে ভুলে মোদের কথা
আমার দেশেই আমায় নিয়ে খেলছে মনবতা
মীর জাফর আজ বুদ্ধিমতি চলে তাহার কথা।
চারিদিকে একে একে ছেয়ে গেছে সাপ
আজ মনে হয় পাহাড়েতে জন্মই মোদের পাপ।
©somewhere in net ltd.