নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

অরুপম

সত্য সুন্দর মানবিক পৃথিবীর আকাঙ্ক্ষায়

অরুপম › বিস্তারিত পোস্টঃ

আমাদের নাগরিক জীবন

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আমরা কেউ কাউকে ভালোবাসি না। কেউ কাউকে মিস করি না। কারো স্মৃতি কেউ চারণ করি না। কখনো এই ব্যস্ত শহরে দেখা হয়ে গেলে উল্টো দিকে হাটিঁ আমরা। একই জায়গায় কখনো পাশাপাশি দাড়িয়ে গেলেও আমরা সাধারন নাগরিকের জীবনের অভিনয় করি। কিছুক্ষন হয়তো ভাবি- কিছু বলি, তারপর চলে যাই যে যার গন্তব্যের দিকে।
তবে, কোন এক তৃণসন্ধ্যাকালে ছাদের এক কোণে উত্তর দিকে মুখ করে চায়ের টেবিলে পাশের চেয়ারটায় যাকে অনুভব করি সে কেবল তুমি-ই। শুধুই তুমি। আমি জানি, তোমার পাশের চেয়ারটাতেও তুমি কেবল আমাকেই অনুভব করো। তীব্রভাবে আমাকেই কামনা করো। আমরা দুজনেই করি।
কিন্তু, তারপরও কেউ আমরা কাউকে ভালোবাসি না। কেউ আমরা কাউকে মিস করি না। আমাদের স্মৃতি আমরা চারণ করি না। কারন, আমাদের নাগরিক জীবনে এগুলোর কোন স্থান নেই, থাকতে হয় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সহমত।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

অরুপম বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

আরোগ্য বলেছেন: আপনাকে এখন ব্লগ দেখা যায় না।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৬

অরুপম বলেছেন: পরীক্ষার জন্য কিঞ্চিৎ ব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.