নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

অরুপম

সত্য সুন্দর মানবিক পৃথিবীর আকাঙ্ক্ষায়

অরুপম › বিস্তারিত পোস্টঃ

ফুলরাণী ২

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

- আমার জন্য একটা স্বর্গের বাগান বানাতে পারো?
- না। সে জ্ঞান আমার নেই।
- তবে কি করতে পারো তুমি?
- আমার বাগানে তোমাকে নিয়ে স্বর্গের ছোঁয়া দিতে পারি সেখানে।

- হিমালয় জয় করতে পারো আমার জন্য?
- না। সে শক্তি আমার নেই।
- তুমি তো দেখছি কিছুই করতে পারো না।
- হ্যাঁ। তবে তুমি চাইলে তোমার হাত ধরে হাঁটতে পারি হিমালয়ের পথে।

- হ্রদয় ছিড়ে দিতে পারো আমায়?
- না। এটা ধরা ছোঁয়ার বাইরে।
- তবে?
- হ্রদয়ের বন্ধনে বাঁধতে পারি তোমাতে-আমাতে।

- রাজ্য জয় করতে পারো আমার জন্য? যেখানে আমি রাণী হবো?
- না। রাজতন্ত্র পৃথিবীতে চলে না। এখন গনতন্ত্রের যুগ।
- তবে আমায় রাখবে কোথায়?
- আমার রাজ্যে। যেখানে তুমি রাণী হবে।
কিংবা আমার বাগানের সবচেয়ে কোমল ধবধবে সাদা গন্ধরাজ হবে তুমি। আর আমি মালী।
- যাও।তবে তুমি বিজয়ী। তোমার রাজ্যে প্রাসাদ বানাও, সাথে ফুলবাগানও। বাগানে একটাই গাছ, আমি হবো তোমার সেই ধবধবে সাদা
গন্ধরাজ। আর তোমার সিংহাসনের রানীও।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

মানুষ বলেছেন: অতঃপর কবি এবং প্রেমিকা গাছতলায় পাইপের মধ্যে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬

অরুপম বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.