নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মতো তেমন কোন পরিচয় আমার নেই। আমি মানুষ, চমৎকার এই পৃথিবীর চমৎকার সব ঘটনা দেখে এখন পর্যন্ত চমৎকৃত। আর তাই লেখালিখির মাধ্যমে সেটা কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি।

অরুপম

সত্য সুন্দর মানবিক পৃথিবীর আকাঙ্ক্ষায়

অরুপম › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক হতে নেই

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

কিছু মানুষের কখনও কাউকে চাইতে নেই;
কখনও খুব করে কিছু চাইতে নেই; কাউকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখতে চাওয়ার ইচ্ছেটা সবার হতে নেই।
কোন এক তপ্ত দুপুরে খর রোদে আঙ্গুলে আঙ্গুল পেঁচিয়ে,
গরমে মাতাল হওয়ার ইচ্ছেটা সবার হতে নেই।
কিছু মানুষের প্রেমে পড়তে নেই;কিছু মানুষের ভালোবাসতে নেই।
কিছু মানুষকে প্রেমিক হতে নেই;
প্রেমিক হতে হলে হিংসুটে হতে হয়; স্বার্থপর হতে হয়,
নিজের ভালোবাসাটাকে আঁকড়ে রাখার মতো পর্যাপ্ত স্বার্থপর।
প্রেমিক হতে হলে গাছ হতে হয়।
সবাইকে প্রেমিক হতে নেই। সবাই গাছ হয় না।

কিছু মানুষকে ভোরের বেলায় ঘাসের উপর হাঁটতে নেই,
তৃণসন্ধ্যাকালে বাঁশিতে সুর তুলতে নেই,
ন’টা পাঁচটা আপিস করতে নেই,
কিছু মানুষকে প্রেমিক হতে নেই।
প্রেমিক হলে ঘাস হতে হয়- প্রেয়সীর নরম পায়ের তলার বিষন্ন ঘাস।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: প্রেমিক হওয়ার দরকার নেই।
সত্যিকার মানুষ হতে পারলে আর কিছু হতে হয় না।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

অরুপম বলেছেন: আমরা সবই হই। কিন্তু যেন মানুষটিই হয়ে উঠতে পারি না।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ !!

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

অরুপম বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: আমাদের এলাকায় এরুপ প্রেমিকদের বলা হয় গাধা।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬

অরুপম বলেছেন: আমাদের এলাকায় তাদের কিছু বলা হয় না। কেবল কিছু মানুষ উল্টো করে তাকায়, এই যা!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৯

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা কবি- চমৎকার লিখেছেন.....

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

অরুপম বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ|

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬

রূপম রিজওয়ান বলেছেন: হায়! হায়! আপনি অরুপম? আর আমি রূপম B-) B-)
কবিতা ভালো লাগলো++

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

অরুপম বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: অরুপম,



প্রেমিক হওয়া লংটার্মের ঝামেলা। প্রেমিক হতে নেই। প্রেমিক হলে বিয়ে করার প্রতিশ্রুতি দিতে হবে। যদ্দিন বিয়ে না করছেন তদ্দিন বাপের পকেট কেটে ফুঁচকা-পিজ্জার পয়সা যোগাতে হবে। বিয়ে করলে খাওয়াপড়া, শাড়ী-চুড়ির দায়িত্ব নিতে হবে। একবছর পরে বাবা হতে হবে তখন নয়টা পাঁচটা অফিস করতে হবে। পায়ের তলায় ঘাস পাবেন না, ছাল ওঠা ভাঙা রাস্তা পাবেন। :P
তাই "প্রেমিক হতে নেই" এবং আমার মতো এমন "মন্তব্য করতে নেই" ;)

দারুন হয়েছে কবিতা। সবাই গাছ হয় না, ফুলফলও দেয়না।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

অরুপম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.