নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি। আমি স্বপ্ন দেখি একটি মুক্ত পৃথিবীর।

মোহাম্মদ শফিউল্লাহ

আমি এক যাযাবর।

মোহাম্মদ শফিউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ্‌র পক্ষে কি একই সংগে সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হওয়া সম্ভব ?

১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২

ইসলাম ধর্ম মতে আল্লাহ সর্বজ্ঞ। সুতরাং আল্লাহ অতীত ও ভবির্ষাত জানেন। ধরেন আগামীকাল সকাল ১১.০০ টার সময় মতিঝিলে বৃষ্টি হবে, এটা আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ আজকে ইচ্ছা করলেও কালকে বৃষ্টি না হওয়াতে পারবেন না। কারন আল্লাহ যদি তার ক্ষমতাবলে কালকে বৃষ্টিহীন করেন, তাহলে তিনি আগে যে জানতেন আগামীকাল বৃষ্টি হবে, সেটা মিথ্যা হয়ে যাবে। তিনি আর সর্বজ্ঞ থাকেন না। আর সর্বজ্ঞ হতে হলে তিনি তার স্বাধীন ইচ্ছামত সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারবেন না। তাই, আল্লাহ্‌র পক্ষে একই সংগে সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হওয়া সম্ভব নয়।
তাহলে ইসলাম ধর্ম কি মিথ্যা প্রমাণিত হয় না ?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৬

ফাহাদ আমিন বলেছেন: মানুষের পক্ষে আল্লাহ্‌র গুনাগুণ পুরপুরি বোঝা সম্ভব নয়। মানুষের জ্ঞানের সিমাব্ধতা আছে। এই সিমাব্ধ জ্ঞান দিয়ে আল্লাহ্‌র গুনাগুণকে যাচাই করতে না যাওয়ায় ভাল। কুরানে যা আছে তা দিধাহিনভাবে মেনে নেয়ায় ঈমান।

১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: তাহলে আপনার এই একই যুক্তি দিয়ে কেও যদি হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের বইতে যা আছে তা মেনে নিতে চায়, তাহলে কি তা ঠিক হবে?

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

মোনা লিসা বলেছেন: হুম...। কঠিন প্রশ্ন। কোন ইমানদার ভাইয়ের এ প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দিন প্লিজ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ জানেন তিনি বন্ধ না করলে আগামী কাল বৃষ্টি হবে। আর তিনি বন্ধ করলে আগামী কাল বৃষ্টি হবেনা। কারণ সব আল্লাহর ইচ্চাতেই হয়। তিনি বন্ধ করে দিলেও বৃষ্টি হবে এটা একটা বেঠিক কাজ, অবাস্তব কাজ, সর্ব শক্তিমানতো সেই কাজ পারেন যেটা বাস্তব। সর্বজ্ঞতো সেই সংবাদ জানেন যে সংবাদ বাস্তব। অবাস্তব বিষয় দিয়ে কারো বাস্তব গুন অস্বীকার করা নিচক বেউকুফি ছাড়া কিছু নয়। আপনি এ বাঁদরামী কথা কোথা থেকে শিখলেন? আমি যদি বলি ওরে বোকা পোষ্ট দাতা আপনি ঘোড়ার ডিমে প্রাণ সঞ্চার করতে পারেননা, আপনি একটা অপদার্থ, তাহলে আমার কথাকি যুক্তি সংগত হবে? সুতরাং অবাস্তবতা দোষে দোষি সাব্যস্ত হওয়ায় আপনার যুক্তির গ্রহণযোগ্যতা নেই। সংগত কারণে আপনাকে একটা বেউকুফ হিসাবে সাব্যস্ত করছি। যেহেতু আপনার যুক্তি যুক্তি হিসেবে গ্রহণন যোগ্য নয় সেহেতু এটা ইসলামের উপর কোন প্রভাব বিস্তার করবেনা।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: ধন্যবাদ উত্তরের জন্য। এটা সত্য যে, এটি একটি "বেঠিক" কাজ। কিন্তু এটা অবাস্তব কাজ কিভাবে হল বুঝলাম না। ঘোরার ডিম বলেতো বাস্তবে কিছু নেই। কিন্তু বৃষ্টি না হওয়া কি এরকম অবাস্তব কিছু?

৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৭

ফাহাদ আমিন বলেছেন: "লেখক বলেছেন: তাহলে আপনার এই একই যুক্তি দিয়ে কেও যদি হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের বইতে যা আছে তা মেনে নিতে চায়, তাহলে কি তা ঠিক হবে?"
কোরআন যে একমাত্র গ্রন্থ যা নাজিল হওয়ার পর এখনও আপ্রিবরতিত অবস্থায় আছে এবং সত্য গ্রন্থ তার পক্ষে অনেক প্রমাণ আছে। তাই অন্য ধর্মের বই মেনে নেয়া ঠিক হবে না।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: কোরআন যে সত্য গ্রন্থ তার পক্ষে কি প্রমাণ আছে? সব ধর্মের লোকই তাদের নিজেদের ধর্ম গ্রন্থকে সত্য বলে দাবি করে। কিন্তু আর পক্ষে কোন আকাট্য যুক্তি নেই।

৫| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

সোনালি কাবিন বলেছেন: :(

৬| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১:০৭

ফড়িং-অনু বলেছেন: আমিই ঈশ্বর, আমিই সর্বজ্ঞানী। ধর্ম আফিমের চেয়েও ভয়ংকর।

৭| ১৩ ই জুন, ২০২১ দুপুর ২:০১

ইমরান আশফাক বলেছেন: আপনি ফাহাদ আমিনের মন্তব্যটি আরেকবার পড়ে তারপর উত্তর দিন। কোরআন এখন পর্যন্ত অবিকৃত অবস্হায় আছে। ব্যাপারটি একটু চিন্তাভাবনা করুন আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.