![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসি আড়াল করে রাখে আমার কান্নাকে।
অট্টহাসির আড়ালে আমার চিৎকার।
এভাবেই চলছে বছরগুলো।
বাইরে যেরকম মনে হয় আমাকে, আসলে তা নয়।
আমাকে মনে হয়, যেন সব সময়ই আমি সুখী,
দুনিয়াকে পাত্তা না দিয়েই।
কিন্তু দুঃখজনক যে তোমার জানা উচিত,
অনেককিছুই থেকে যায় অবলা ।
আসলে কেউই সত্যিকার ভাবে চেনে না আমাকে।
তারা সুধু চেনে আমার খোলস।
আমি যদি এটাকে মুক্ত করে দিতে পারতাম!
জানাতাম তাদেরকে, খোলসের নিচের আমাকে।
অথচ তার বদলে
হাসির চর্চা করি আয়নাতে।
আমার মিথ্যা হাসিকে
করি আরো নিখুঁত।
কি সম্যসা? তোমার কি সাহায্য দরকার?
সুধু এগুলোই তারা জিজ্ঞেস করবে।
সুতরাং আমি ঠিক করেছি,
মুখোশের আড়ালেই থাকব আমি ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
গেম চেঞ্জার বলেছেন: সেটা করলেও সমস্যা নাই। কবি কবিতা লিখে যদি ভেতরের সত্য বের করে দিয়ে একটু নিষ্কৃতি চায় তাতে কোন অসুবিধা নাই।