![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম ধর্ম মতে সবকিছুই হয় আল্লাহর ইচ্ছাতে। আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি গাছের পাতাটিও নড়ে না। তাই যদি হয়, তাহলে মানুষ যে ভাল কাজ ও খারাপ কাজ করে, তাও হয় আল্লাহর ইচ্ছাতেই। তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষ দায়ী হয় কিভাবে? কারন সেই কৃতকর্ম তো হয়েছে আসলে আল্লাহর ইচ্ছাতেই। তাহলে পরকালে কি মানুষের খারাপ কৃতকর্মের জন্য মানুষের শাস্তি হওয়া উচিৎ?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: এটা আবার কোন উত্তর হলো? মানুষ যখন বিচার বুদ্ধি করে কাজ করে তখন সেই কাজটিও কি আল্লাহর ইচ্ছা অনুযায়ি হয় না?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৮
অলিউর রহমান খান বলেছেন: আল্লাহ্ যেহেতু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী এবং আমাদের সৃষ্টিকর্তা সেহেতু আমাদের জন্মের পর কি কি করবো আর কি কি করবো না সবকিছু আগে থেকে অবগত আছেন।
এ জন্যই তিনি সৃষ্টিকর্তা, তার কাছে সহজ সরল পথের সাহায্য চাইতে হবে।
✔️আপনি এক কাজ করুন, চলে যান কোন বাড়িতে গরু চুরি করতে। ধরা পড়লে বলবেন আল্লাহর ইচ্ছেতে চুরি করতে এসেছি।
✔️আপনি আজ থেকে গরুর পানির বদলে গরুর প্রস্রাব এবং ভাতের বদলে গোবর খাওয়া শুরু করুন। যদি খেতে পারেন আপনার উওর এ দু’ইয়ের মধ্যে নিহিত আছে।
এখন যদি মনে করেন, আমি এসব খাব কেন? আমি কি পাগল?
তাহলে এটাই আপনার বিবেক ও বুদ্ধি যা আল্লাহ্ আপনাকে দান করেছেন।
বিবেক ও বুদ্ধি ব্যবহার না করলে গোবর খেয়ে আপনাকে জীবন ধারণ করতে হবে।
আপনি আল্লাহ্ কে দোষ দিচ্ছেন নিজের কৃতকর্মের জন্য। বলছেন সব কিছু আল্লাহর ইচ্ছে হয়।
তাই যদি হতো তাহলে আল্লাহ্ আপনাকে এই পৃথিবীর সুস্বাদু ফল, মূল ও আহারের ব্যবস্থা করতেন না। তিনি আপনার জন্য গরুর গোবরের ব্যবস্থা করে রাখতেন।
এখন ভাই আপনি যদি ইচ্ছে করেই গরুর মুত্র ও গোবর খেতে থাকেন আর বলেন এটা আমার রিজিকে আল্লাহ্ লিখে দিয়েছেন কারণ তার ইশারা ছাড়তো গাছের একটি পাতা ও নড়ে না। এ ক্ষেত্রে আপনাকে কেউ কিছু বলবে না জনাব।
আপনাকে ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১
সোনালি কাবিন বলেছেন:
৫| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১:০৫
ফড়িং-অনু বলেছেন: আমিই ঈশ্বর, আমিই শয়তান।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
ফাহাদ আমিন বলেছেন: সবকিছুই আল্লাহর ইচ্ছাতে হয়। কিন্তু আবার আল্লাহ মানুষকে ভাল মন্দ বিচার করে কাজ করার জন্য বিবেক বুদ্ধিও দিয়েছেন। এজন্যই মানুষের মন্দ কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে।