নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি। আমি স্বপ্ন দেখি একটি মুক্ত পৃথিবীর।

মোহাম্মদ শফিউল্লাহ

আমি এক যাযাবর।

মোহাম্মদ শফিউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প এর সাত মুসলিম দেশের immigration ban এর আসল কারন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

ট্রাম্প যে সাতটি মুসলিম দেশের immigration ban করেছিল, সেই সাতটি দেশের মানুষের আমেরিকাই হামলা করার কোন নজির নেই। পাকিস্তান, সোদি আরব সহ আরো যে দেশ গুলোর নাগরিকদের সন্ত্রাসি হামলা করার নজির আছে সেই দেশগুলর একটিও immigration ban এর তালিকায় নেই। আমার মনে হয় এর আসল কারন হচ্ছে, এই সাতটি দেশে প্রচুর শরণার্থী তৈরি হচ্ছে চলমান যুদ্ধাবস্থার কারনে। আর এই সাতটি দেশ থেকে তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। কারন এই দেশগুলো গরিব।
পাকিস্তানের আছে আটমিক বম্ব। তাই পাকিস্তান কে আমারিকার দরকার হাতে রাখা। তা নাহলে তারা অন্য দেশকে পারমানিবক বমা অর্জন করতে সাহায্য করবে। আবার সঊদি আরবকে আমারিকার হাতে রাখা দরকার ইরানের সাথে শত্রুতার জন্য। এছারা অন্য গালফ দেশ যেমন কাতার খুব ধনী দেশ। তাই সেই দেশগুলো থেকে এমনিতেই মানুষজন আমারিকাতে স্থায়ী হওয়ার জন্য আসবেনা। এই কারণগুলোর জন্যই ট্রাম্প শুধু এই সাতটি মুসলিম দেশের immigration ban করেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


ইরানের জন্য ব্যান কেন?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৮

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: ইরানের সাথে শত্রুতামী করলে আমেরিকার কনো ক্ষতি নেই। আমারিকা ইরানকে চাপে রাখতে চাই পারমানিবক অস্ত্র যেন তৈরি করতে না পারে।

৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

নিয়াজ সুমন বলেছেন: বেশ ধরেছেন তো...

৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চালিয়ে যান। আছি আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.