![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
চোখের মধ্যে করত খেলা চোখ
বুকের মধ্যে ছিল অবুঝ বোধ,
চিবুক মাঝে ছিল অবাক তিল
দুজনাই বাসত ভাল নীল,
বিষাদ নিয়েই ছিল তাদের খেলা
দুঃখ দিয়েই বানানো তাদের ভেলা,
মাঝ দরিয়ায় ছিল তারা বেশ
ঠিকানা বিহীন বেশতো নিরুদ্দেশ,
দুজন তারা ছিল কাছাকাছি
জলের দেয়াল
এঁকেছে দেয়া
তাদের মাঝামাঝি।
৫ই মে ২০১৬
যুক্তরাজ্য।
০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫১
দিস ইজ ইব্রাহিম বলেছেন: nice