নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

হুজুরের পশ্চিম-মুখী মূত্র বিসর্জন ও তার ব্যাখ্যাঃ

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯


অনেক অনেক দিন আগে জেরুজালেম নগরীর সন্নিকটে এক ইয়াহুদি গ্রামে খাদ্যাভাবে ও প্লেগ রোগে অনেক লোক মারা যাইতেছিল। তখন কিছু রসদবসদ সহ সুদূর রোমের ভ্যাটিকান নগরী হইতে কয়েকজন ধর্মযাজক সেই অভাবী ও রোগাক্রান্ত মানুষদের মধ্যে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করিতে আসিয়া প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা গেল।
এই খবর যখন মক্কাশরিফে পৌছাইল তখন পবিত্র মক্কার বিজ্ঞ প্রধান হুজুর সাহেব বলিলেন 'এইভাবেই অসীম ক্ষমতাময় আল্লাহ খ্রিষ্টান ও ইয়াহুদী নাছারাদের পৃথিবী হইতে বিনাশ করিয়া দিবেন।'

তাহার কিছুদিন পরে কারবালার যুদ্ধে যখন ইমাম হাসান ও হোসেন ইয়াজিদের কর্তৃক নিশৃংসভাবে খুন হয় তখন সেই হুজুর সাহেব বলিলেন 'এইভাবেই আল্লাহতালা ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে যাহারা ইসলামের জন্য জীবন দেয় তাহাদের ঈমান ও আকিদার পরীক্ষা করিবেন।'

সেই সময় থেকেই আমরা পশ্চিম মূখী হইয়া বসা হুজুর কিভাবে দক্ষিণ দিকে মূত্র বির্সজন করে সেই ব্যাখা শুনিয়া মুগ্ধ হই।

সোবহানাল্লাহ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

ইফতি সৌরভ বলেছেন: 'এইভাবেই অসীম ক্ষমতাময় আল্লাহ খ্রিষ্টান ও ইয়াহুদী নাছারাদের পৃথিবী হইতে বিনাশ করিয়া দিবেন।'

'এইভাবেই আল্লাহতালা ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে যাহারা ইসলামের জন্য জীবন দেয় তাহাদের ঈমান ও আকিদার পরীক্ষা করিবেন।'

এইভাবেই অসীম কুদরতে হুযুর পশ্চিম দিকে বসে দক্ষিণ দিকে মূএ ত্যাগ করে এবং এ মুযীযা দেখে আমরা মুগ্ধ হই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.