![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মন তুই তাহার মনে খুঁজলি কিসের ঘর
মন তুই দেখলি না যে হইছি তাহার পর,
আমি একটা তাঁরা
তার আকাশে ভাসছি দিশেহারা
তার আকাশে হাজার তাঁরা
আমিই শুধু ছিটকে পড়া
ভেঙে ভেঙে মাঝ আকাশে
হইছি মরু ঝর।
২৭/১০/২০১৬
২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০
মোহাম্মদ বাসার বলেছেন: এটা কোন সিরিয়াস কবিতা না। ৩/৪ মিনিটে লেখা। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে বলি তাঁরাদের গঠন আমাদের পৃথিবীর মতই বিভিন্ন উপাদানে। এরা যখন কক্ষপথ থেকে ছিটকে পড়ে তখন মহাকাশে বিভিন্ন গ্যাস , বাতাস ও অন্যান্য ভাসমান পদার্থ দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ও ধূলিকনায় পরিণত হয়। মরুপ্রান্তরে ঝরগুলোকে এভাবেই এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
পাগলা কুকুর কামড়ালে যা হয় আরকি
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫০
আলগা কপাল বলেছেন: এক্সকিউজ মি। কবিতাটা সুন্দর। কিন্তু ছন্দ মেলানোর স্বার্থে আপনি যোগ্যতাহীন বাক্য প্রয়োগ করেছেন। মাঝ আকাশে ভাংলে মরু ঝড় কেমনে হবে?