![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
অমূল্য ভাবিয়া তোমাকে
নিঃসংকোচে ভুলেছি মুক্তোর মায়া,
যতটুকু এসেছিলে কাছে
তারচেয়ে বেশী চলে যেয়ে দূরে
হয়ে আছ অশরীরী কায়া।
২।
দুই চতুর্থাংশ জীবন পেরিয়ে
বুঝে গেছি তুমিই শেষ নও,
কতজন আসে কত জন যায়
তুমি তবু অধরাই রও।
৩।
যতটুকু ভালবেসে ধরেছিলে হাত
তারচেয়ে বেশী ছিল গণিতের দাম,
সব শেষে হিসেব মিলাতে
শূন্যতায় লিখেছ জীবনের নাম।
৪।
পেয়েছো সবই
গাড়ি-বাড়ি-স্বামী
বিনিময়ে করেছো আপন বাহারী চাঁদ,
প্রাপ্তির দীনতায় আঁধারের কাছে
প্রতারক ভালবাসা পেতে আছে ফাঁদ।
১৬ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.