নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আমাদের মহারাজ

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৩

পর্বত কোটরে বসে আছেন মহারাজ
তাহাঁকে সুধালো প্রজাকূল
'হুজুর! তালুকদার বাড়ীর আফরোজা
করিয়াছে বিবাহ ভ্রাতৃপুত'।
মহারাজ কহিলেন
'ওরে গর্ধবকূল ধরিয়া আন উহাকে
কর বেত্রাঘাত, খাওয়া সারেজাহানের
সব মানুষের মুত।'

একদিন প্রত্যুষে সকলেই দেখিলো
মহারাজ করিয়াছেন বগলদাবা
অতীব সুন্দরী নিজেরই পুত্রবধূ,
সকলেই কহিল
'ওহে মহারাজ ইহাতে কিসের ফজিলত
নিজ কন্যাসম পুত্রবধুতে পাইয়াছেন
কিসের মধু'?
মহারাজ কহিলেন
'পালক পুত্র নয় সে পুত্র
বধূ সেতো বহুদূর,
পাইয়াছি ফরমান গায়েবী আওয়াজ
খেয়ে নেব মধু সব এই ইহকালে
তোমরা করিবে পূণ্য পরকাল লাগি
খাইবে নাশপাতি-বেদানা
আর পাইবে আশি হূর'।
সকলেই বলিল সমস্বরে
'মারহাবা মারহাবা
আমাদের মহারাজের নাই তুলনা',
সেই থেকে মহারাজ কোন ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত কিছু নয়
পাঁথরে খোদাই করা এক বিকল্পহীন অনুভূতি
তাহাঁকে ভুলনা,
তাহাঁকে তোমরা কক্ষনো ভুলোনা।
১৯শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: আজকাল কিন্তু সমাজের এই হাল চাল ।উপদেশ দিতে বলে এক নিজের বেলায় করে এক তাও আবার যুক্তি দিয়ে । অবশ্য শাস্তি পায় প্রিয় শিস্য সন্তানের হাতে। ভাল থাকুন সব সময় ।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০০

মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

আশ্রাফ বাংলা বলেছেন: আপনি কি ইনিয়ে বিনিয়ে আমাদের মহানবী (সঃ) সম্পর্কে ইঙ্গিত করলেন? যদি তর্ক করতে চান, তবে ঝেড়ে কাশুন। পালক পুত্রের তালাক দেয়া স্ত্রী বিবাহ করা আপনার কাছে কেন অন্যায় বলে মনে হল - তারও ব্যাখ্যা চাই।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

মোহাম্মদ বাসার বলেছেন: বলেছেন: হেহে! আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীকে তালাক দিয়ে আপনার বাবাকে বিয়ে করতে বলুন, দেখুন কেমন লাগে? আর পাড়াপ্রতিবেশীরাইবা কি বলে। আরবে কোন কিছুই আগেও অপরাধ ছিল না এখনও নেই। এইতো কিছুদিন আগেও বাব-ছেলে বিয়ে করলো আপন দুই সহোদরাকে। ঝেড়ে কাশার দরকার নেই। কবিতা বোঝার সামর্থ থাকলে ইনিয়ে বিনিয়ে কথাটা উচ্চারণ করতেন না। ভাল থাকবেন।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় কূপমন্ডুক
করুনা করতেো হয় দু:খ!

লক্ষ্যটা কি উদ্দেশ্য
এসাইলাম নাকি নাকি হীন বৃদ্ধী ভ্রষ্ট!!

হিপোক্রেট নিজে ; ধরে অন্যের দোষ আবার
ব্যাটা থাকলে ক্ষমতা আগে নামের খতনা কর!
লয়ে সেই মহাজনী নাম কুৎসা গাও তারই
ভন্ড হিপোক্রেট ছিঃ ঘেন্নায় মরি!

কুয়ার ব্যাঙ কি জানে চাঁদের মহত্ব!
নিজের সীমায় বসে গায় নিজেরই অন্ধত্ব!!!

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

মোহাম্মদ বাসার বলেছেন: ভৃগু আপনার নাম ভিক্ষুক রাখতে পারেন। তাতে বেশ মানাবে। আমার প্রোফাইল দেখুন ফেসবুকে যেয়ে তাইলেই বুঝবেন আপনি কোন গাধার স্বর্গে বাস করছেন।

সামান্য জ্বর হলেই এখন পানি পড়া ছেড়ে প্যারাসিটামল ধরেছেন। পাছার উপর ইরাকিদের বা সিরিয়ানদের মত দুইটা পড়লেই সব কিছু বাদ দিয়ে বাপ ডাকা শুরু করবেন।
হাহাহা।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

আশ্রাফ বাংলা বলেছেন: ইসলামে নিজ পুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম যদিও সে তালাকপ্রাপ্ত হয়। কিন্তু পালক পুত্র তো পুত্র বলে স্বীকৃতই নয়। পালক পুত্র পিতার সম্পদের উত্তারধিকারি হয়না - এমনকি পালক পুত্রের সাথে তার পালক মায়ের পর্দা করাও ওয়াজিব। রাসুল (সা) যা করেছেন, তা আরবের আইন নয়, আল্লাহর আইন। আল্লাহর আইন না মানার দুঃসাহস দেখানোর মত ক্ষমতা রাসুল (সঃ) এর ছিলনা।

আপনি আরবের ইন্সটান্স দেখালেন, বাবা ছেলে আপন দুই সহদরাকে বিয়ে করেছে। পশ্চিমে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে বিয়ে করে বা না করেই এর চেয়ে খারাপ ধরণের সম্পর্কে আবদ্ধ হওয়ার। এরকম একটা খবরের লিঙ্ক দেখুন ।

এতাকে কি বলবেন? পশ্চিমের আইন নাকি ঈশ্বরের খামখেয়ালি?

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। ৬১০ খ্রীষ্টাব্দে নবীজি মক্কাশরিফের পাদদেশে আইনপ্রনেতা ও তার সভাসদদের সামনে ঘোষণা করেছিলেন 'আজ থেকে জায়েদ তার পুত্র। তার সম্পত্তি ও যাবতীয় সবকিছুতে প্রকৃত পুত্রের মতই জায়েদ অধিকার প্রাপ্ত হবেন।' পরবর্তী সময়ে নবীজীর জয়নবকে পছন্দ হওয়ার কারণে জায়েদকে দিয়ে জয়নবকে তালাক দেওয়ার ব্যবস্থা করেন। এবং তিনি ফতোয়া দেন পালক পুত্র নিজ পুত্র নয় যা তার পূর্ববর্তী ঘোষণার সাথে সাংঘর্ষিক। নবীজীর ঐ ঘোষনার আগ পর্যন্ত সম্পত্তিতে পালক পুত্রের অধিকার ছিল স্বীয় পুত্রের মতই।

ধন্যবাদ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রোফাইল কি দেখব! ভন্ড হিপোক্রেট না হলে নিজের নামে এখনো মোহাম্মদ রাখা কেন- যদি এতই অপছন্দ!

আর এরকম শত হাজার কুলাঙ্গারের অপছন্দে মোহাম্মদ সা: এর কিছূ হবে না। আবু জেহেল আবু লাহাবরা এরেচ নোংরামী করেও কিছু করতে পারে নি। সত্যকে মিথ্যা করতে পারে নি!

আগে নিজের পরিচয় ঠিক করুন। তারপর মহত মানুেষর নামে কুৎসা গাইতে আসুন। ভন্ডামীরও একটা লিমিট থাকা দরকার! তাই না!!!!

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: নাম নিয়ে আমার মাথাব্যাথা নেই। এটা নেহায়েতই পরিচয়ের মাধ্যম। দূর্ভাগ্য আমাদের অশিক্ষিত আরবরা গায়ের জোড়ে সেই ১২১৩ খ্রীস্টাব্দে আমাদের দেশ জোর করে দখল করেছিল। তাই আপনার মত কুলাঙ্গারদের দেখতে হচ্ছে।

ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: নাম নিয়ে আমার মাথাব্যাথা নেই। এটা নেহায়েতই পরিচয়ের মাধ্যম। দূর্ভাগ্য আমাদের অশিক্ষিত আরবরা গায়ের জোড়ে সেই ১২১৩ খ্রীস্টাব্দে আমাদের দেশ জোর করে দখল করেছিল। তাই আপনার মত কুলাঙ্গারদের দেখতে হচ্ছে।

ধন্যবাদ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

আশ্রাফ বাংলা বলেছেন: ৪ নং কমেন্টের জবাবে যে আউল ফাউল বকবকানি দিলেন - এগুলা পাইলেন কই? শয়তান কি আপ্নেরে ওহীর মাধ্যমে জানায়া গেছে? আমি তো সীরাতের কোথাও এরকম কিছু পাইনি। জায়েদ (রা) কে এডপ্ট করার সময় যখন সবাই তাকে জায়েদ বিন মুহাম্মদ ডাকা শুরু করল, তখনি তো আয়াত নাযিল হল, তারপর থেকে তাকে সবাই জায়েদ বিন হারিসা ডাকত। এ সম্পর্কে বিস্তারিত পড়ূন এখানে
যয়নব-রাঃ-যায়েদ-রাঃ-এবং-মহানবী-সঃ-কে-নিয়ে-প্যানপ্যানানির-জবাব

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

মোহাম্মদ বাসার বলেছেন: হইছে ফাউলের মত কথা বইলেন না। সত্য লুকিয়ে মিথ্যা দিয়ে শাকের নীচের মাছ লুকাতে পারবেন না। এত বাহাদূরী করেন মিয়াঁ হজ্জ্ব করতে গেলেওত ইয়াহুদি নাছারাদের আবিস্কার উড়োজাহাজে কইরা যান। পারলে উটের পিঠে চইড়া যানতো মুসাদ্দেক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.