নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কিম্ভূত জানোয়ার

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২


রাত হলে ঘুম-ঘোরে
নাক ডাকে সানোয়ার,
এক রাতে কিছু লোক
জোর করে ঘরে ঢুকে
বলে গেল তাহাঁকে
সে নাকি বঙ্গের
কিম্ভূত জানোয়ার।

বলা নেই কওয়া নেই
কেন এই অপবাদ,
পাড়া জুড়ে প্রত্যুষেই
রটে গেল সংবাদ।

ভোলা ভালা সানোয়ার
কিছু টাকা খরচে,
গবেষণায় কিছু লোক
রাখলেন গরজে ।

গবেষণার ফলাফলে
দেখা গেল নামটাই
হয়ে আছে বিষফোঁড়া
পাছা কিংবা গোদটায়,
নাম তার রেখেছিনু
আব্বাস হুজুরে
তাই তাকে ধরে এনে
লাথি মারে পোঁদটায়।

পাড়া জুড়ে ছি ছি
লজ্জিত সানোয়ার,
তবু এখন নাম তার
'কিম্ভূত জানোয়ার'।

(এটা একটি রম্য ছড়া। সানোয়ার কিংবা আনোয়ার নামের কাউকে ব্যক্তিগতভাবে হেয় করার জন্য নয়, মূলত বিজাতীয় নাম যার অর্থ আমরা অধিকাংশই জানিনা তার বিরুদ্ধে একটা ক্ষুদ্র প্রতিবাদ)।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৮

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর ছড়া পড়লাম।
কবিকে শুভেচ্ছা

১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.