![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এখনো নীলিমায় অনেক রঙ
এখনো চোখের ভিতর শিরীষের বন
এখনো তোমাকে দেখে খুঁজে ফিরি সেই মেঠো পথ;
এখন আর অই সবুজ দূর্বায় পড়েনা তোমার পায়ের চিনহ।
তবু তুমি এ পথ দিয়েই যাও
বাতাসে ফেলে যাও ধোঁয়ার কুণ্ডলী,
অস্তায়মান সূর্যের চেয়েও বেশী লাল
তোমার বহু ব্যবহারের ঠোঁটের রঙিন পালিশ।
তবু তুমি এখনো এ পথ ভালবাস,
পথিক দেখেও দেখে না
তুমিও দেখনা;
নীলিমার রঙে আর পথের মায়ায়
তুমি এক আজন্ম মৃত ঘাসফড়িঙ।
তবু তুমি স্বপ্ন ভালবাস
জেগে থাক দ্রোহে
সভ্যতা এঁকে দেয় এক মন্বন্তরের ছবি,
তোমার সলাজ হাসি উপেক্ষা ছড়ায়
একরাশ থুথু গোলাপের সুগন্ধি মনে করে
কেউ কেউ তুলে নেয় মুখে;
তুমি এখনো এ পথ দিয়ে যাও
আমিও;
অথচ আমরা কেউ কাউকে দেখিনা।
২৮ শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
ভাবুক কবি বলেছেন: বাহ