![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নদী-পাড়ের ঝুপড়িতে
আম্বিয়া যেদিন তার প্রথম সম্ভ্রম হারালো
হারু মাঝি সেই রাত্রে ঘরে ফেরার সময়
সাপের কামড়ে মারা গেল;
সাত মাসের পোয়াতি আম্বিয়ার বড়ই আক্ষেপ
আহা সে যদি মরিয়ম হতে পারত
আর ঈশ্বর তার প্রেমিক।
১৫ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
মোহাম্মদ বাসার বলেছেন: এটা মানবিকতার কবিতা। বাংলাদেশে থেকে জীবনের মানে আপনি বুঝবেন না। পশ্চিমা দেশে ৩০% থেকে ৪০% শিশু জন্মায় বাবা মা পার্টনার থাকা অবস্থায়। তাইবলে তারা অচ্ছ্বুত নয়। আইনের চোখে তাদের কখনোই হেয় করে দেখা হয়নি। হয়না। বাংলাদেশসহ তৃতীয় ও দরিদ্রতম বিশ্বে কত শত ভ্রূণ মাতৃগর্ভেই নষ্ট হয় সে খবর আপনি রাখেন? এই সব জীবনের অভিশাপ আপনাদের অবশ্যই বয়ে বেড়াতে হবে।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কিসের মধ্যে কি! ভাই কিচ্ছু বলার নাই আর। তবে হ্যাঁ, বাংলাদেশে থেকে আমি মানবিকতার ম ও বুঝি না সব কিছুর মধ্যে বুঝে না বুঝে ধর্মকে তাচ্ছিল্য করে কিছু একটা উপমা দাঁড় করাতে পারিনা তাই মানবিকতার ১৬ কলাও পূর্ণ করতে পারিনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: এই কবিতায় আম্বিয়ার চোখে তার ভবিষৎ সন্তানের জন্য উদ্বিগ্নতার চিত্র রূপায়ন করা হয়ছে। ধর্ম যদি মানুষকে মানবিকতাহীন করে তবে সেই ধর্মকে অবশ্যই আমাদের পরিহার করতে হবে। ধর্মের খারাপ দিক নিয়ে কথা বলা ধর্মকে অবহেলা নয়।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আসুন প্রার্থণা করি, পৃথিবীর কোথাও হারু মাঝি আর আম্বিয়াদের মত আহাম্মকের সৃষ্টি আর না হোক।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি মানুষ আর খোদার সাথে যৌন মিলন কে উপজীব্য করেছেন। মেরি বা মারিয়ামের সাথে খোদার যৌন মিলনের ফল ঈসা বা যিশু নয়। ধর্ম গ্রন্থে এমনটা কোথাও বলা নেই। ইতিহাসেও নেই।
আপনি ভুল বাল তথ্য দিয়ে কবিতা লিখেছেন।
আর,
সাত মাসের পোয়াতি আম্বিয়ার পেটে আপনার মত একজন আছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কুপমন্ডুকতার জন্য করুণা হচ্ছে। ধরুন আপনি যদি বিরঙ্গনা বরুনার ছেলে হতেন আপনার কেমন লাগতো? আমি বুঝতে পেরেছে আপনি লজ্জায় লাল হয়ে ললিপপ চোষা শুরু করে দিতেন। আপনাকে বলি যে সমস্ত যুদ্ধ শিশু কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তারা মানব সেবায় ও বিশ্বের উন্নয়নে আপনার আমার মত যদু মধুর চেয়ে অনেক বেশী ভূমিকা রাখছে। মনিষীগণ বলেগেছেন 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল'। আপনি মানুষ হন এটাই প্রার্থনা।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: আম্বিয়ার অক্ষেপকে খাটো করে দেখার কি সুযোগ আছে? সম্ভ্রম হারা আম্বিয়ার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সে চিন্তিত, তাইতো সে এমনটি ভাবতে বাধ্য হচ্ছে!! দারুন কবিতা। আর লেখালিখিতে যতটানা ধর্মকে টেনে আনা হয়, তারচে বেশি পাঠকরা লেখাটাকে ধর্মের স্কেলে মাপামাপি করে, মিলিয়ে দেখে। ধর্ম ধর্মের যায়গায়, লেখালিখি শিল্পের যায়গায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জুয়েল ভাই। প্রগতির পক্ষে আপনার অবস্থান ও মানবতার প্রতি সহমর্মিতা আমাকে অভিভূত করেছে। আপনাকে আবারও ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার নাম দেখে তো খ্রিষ্টান মনে হয়না। গল্পের নায়িকাও তা নয়। মুসলিম হয়ে এরকম একটা থিম নিয়ে কবিতা লিখলেন কিভাবে? ভালো লাগলো না।