![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনুকাব্যঃ
দূর্বিপাক
টিপ টিপ করে জল পড়ে
ছল ছল করে ঝর্ণা,
অহর্নিশ তোমার পেষণে
ভুল করে মনে পড়ে স্বর্ণা;
আহা স্বর্ণা চলে যাওয়ায়
তোমাতেই বাঁধা হল সাতপাক!
তোমার জাঁতাকলে মনে পড়ে স্বর্ণা
সেও এক সীমাহীন দূর্বিপাক।
১০ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
বিঃ দ্রঃ ছবি ও কবিতার সাথে বিষয়বস্তুগত তেমন কোন সম্পর্ক নেই।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: জ্বী। ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০
হাতুড়ে লেখক বলেছেন: কবিতার থেকে ছবি ভাল্লাগছে প্রিয়।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২
মোহাম্মদ বাসার বলেছেন: তাও মন্দ কি? ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
আগামী কবিতায় পায়খানা করার ছবি দেবেন, প্লীজ; সম্ভব হলে, কবির নিজস্ব ছবি।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: দেব, নিশ্চয় দেব এই জন্যইতো মিসেস গাজীকে ম্যানেজ করে তাদের বেডরুমে বসিয়েছি গোপন ক্যামেরা। হাহাহা!
৪| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: বিঃ দ্রঃ ছবি ও কবিতার সাথে বিষয়বস্তুগত তেমন কোন সম্পর্ক নেই।
তাহলে ওই ছবি কেন?
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: মাঝে মাঝে কোন সিরিয়াস আলোচনায় আমরা অপ্রাসঙ্গিক ব্যাপার আলোচনায় নিয়ে আসি, কখনো ইচ্ছে করেই, এটা অনেকটা অবচেতন মনের ইচ্ছেকৃত বিনোদন বলা যেতে পারে, হাতুড়ে লেখকের ভাল লেগেছে, আমারও ভাল লেগেছে। তাই।
৫| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
ওহ, কবিতা কোথায়? এই লাইনগুলো কবিতা, নাকি লিলিপুট?
৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২
মিঃ আতিক বলেছেন: মনে অনেক রঙ না থাকলে এই ছবি পোস্ট করা সম্ভব না, ছোট বাচ্চার এই দুষ্টামিতেও একটা পবিত্রতার ছোঁওয়া আছে।
৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৯
মোহাম্মদ বাসার বলেছেন: মিঃ আতিকের মন্তব্য আমার কাছে দারুণ মনে হয়েছে। তাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
লিখে যান অবিরত