![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সফুরা
ক্যেমোথ্যারাপিতে যখন সব চুল হারালেন
হুজুরের তেলপড়া মাথায় মাখতে মাখতে বললেন
'এই তেলে যদি চুল গজায়
আব্বা হুজুরের সব চুলে আমি নিজ হাতে তেল মেখে দেব।'
ভক্তবৃন্দের কাছে খবর পেয়ে হুজুরে গওসুল
ছয় মাস যাবত শরীরের যত্রতত্র
রাখিয়াছেন বেশুমার চুল,
নূরানি পশমে যায়নাকো চেনা হুজুরে গওসুল
মনে হয় তিনি পেয়েছেন নবুওতি,
আসিয়াছেন এই ধরাধামে করিয়া ভুল।
কদমবুসি করিতে যাইয়া দেখিলেন সফুরা
হুজুরের চুল পায়জামা গলে ছুঁয়েছে চরণ দু'খানি;
সেইখান থেকেই যেই মাখাইতে যাইবে তেল
হুজুরে গওসুল কহিলেন 'করিতেছ কি?
কিভাবে পাইবে নাগাল পায়জামা ভেদিয়া
আসো অন্দরমহল, দেখ অন্তর্বাসের মধ্যে চুলের শুরু
আর কেউটে সাপের মত ফণা তোলা
আসল খুদে হুজুরে গওসুল।'
৭ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৮
তারেক ফাহিম বলেছেন:
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১
টারজান০০০০৭ বলেছেন: কায় কাউসের পোলা -২। প্রথম আলু পুরস্কার নিশ্চিত !
০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
মোহাম্মদ বাসার বলেছেন: কিতা মাতলেন ভাইছাব, মালুম নেহি হে!
৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
ইফতি সৌরভ বলেছেন:
কদমবুসি করিতে যাইয়া দেখিলেন সফুরা
হুজুরের চুল পায়জামা গলে ছুঁয়েছে চরণ দু'খানি; -
পুরাই তেলেসমতি কারবার, হুজুরে গওচুল
০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: হুম, তেলেসমতি বলেইতো হুজুরে গওসুল। ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই সাহেব।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
সাগর কর্মকার বলেছেন: বিনুদুন করার অারো অনেক বিষয় আছে ।
১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০০
মোহাম্মদ বাসার বলেছেন: ঠিক আছে। এর পর ন্যাংটা ঠাকুরদের নিয়া বিনুদুন করুম।
৬| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন নকিব নামক এক ফাউল আমার পোস্টে মাঝে মাঝেই অশ্লিল মন্তব্য করে থাকে। এই পোস্টেও দুই দুই বার সে একই কাজ করেছে, তার মন্তব্য আপত্তিকর হওয়ায় মুছে ফেলা হল এবং সে বেহায়ার মত এই কাজ করতে থাকলে পরবর্তী মন্তব্যও মুছে ফেলা হবে।
৭| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন নকিব ফাউলের মন্তব্য আবারও ডিলিট করা হলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২
ধ্রুবক আলো বলেছেন: