| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

বাংলা-ভারত পানি চুক্তি
মদি-হাসু রাজী, 
মমতার নাকি অমত তাতে! 
দেখতো দেখি বাহে
শালীতো নয় মানুষ একটা 
হতচ্ছাড়া পাজী। 
হাসু আপার ৩০ কেজি ইলিশ, 
করবে নাকি ভূরিভোজন 
সৈন্য-সেপাই শুরু করে
সোনাগাছির গোপন চৌকিদারে, 
মমতার কি থাকত অমত বল?
একটা কেজিও দিতো যদি
ঐ ফন্নি মাগিডারে। 
হায়রে কত চুক্তি ফুক্তি
পানির নামে ফটোসেশন
দন্ত জুড়ে হাসি,
তবুওতো হচ্ছে কিছু
পানি না হোক চুক্তি পেলাম
পদ্মা-চরে চাঁদনী রাতে
বাজুক না হয় হ্যামিলনের 
অচীন সুরের বাঁশি।
১০ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য
২| 
১০ ই এপ্রিল, ২০১৭  দুপুর ১২:৫৭
ধ্রুবক আলো বলেছেন: আর চুক্তি হইছে! দাদাদের ইলিশ খাওয়ান
৩| 
১০ ই এপ্রিল, ২০১৭  দুপুর ১:০৮
হাবিবুর অন্তনীল বলেছেন: অগ্রিম বৈশাখী শুভেচ্ছা।
৪| 
১০ ই এপ্রিল, ২০১৭  বিকাল ৫:৪৩
অতঃপর হৃদয় বলেছেন: লুল।  ![]()
৫| 
১০ ই এপ্রিল, ২০১৭  রাত ১০:২৭
করুণাধারা বলেছেন: 
মমতার কি থাকত অমত বল?
একটা কেজিও দিতো যদি
ঐ ফন্নি মাগিডারে।   
+++
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭  সকাল ১১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: মমতার মমতায় বাংলা ভরে যাবে পানি দিয়ে কি করবেন?