নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ঘুষখোরের দিনলিপি

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮



বন্ধু তোমার জন্মদিনে
হাতে ধরা মন্ডা,
পুরছো মুখে পাচ্ছ যা তাই
রসের গোল্লা গন্ডা।

বয়স বেড়েছে, কি হয়েছে?
শরীর জুড়ে তেলের বাহার জেল্লা,
বৌদি হল তেলের পিপা, মস্ত ড্রাম
বকরখানি খেতে খেতে লালবাগের কেল্লা।

খেতে খেতে নাম হয়েছে
খাচ্ছ নাকি পাচ্ছ যা তাই
মুদির দোকান, পচা ডিমের পয়শাও;
ভুঁড়িখানি উচিয়ে রেখে সাগর জলে ভাসছো তুমি
প্রমোদবালায় প্রমোদভ্রমণ
চুপি চুপি চলছে নাকি ঘরের কোণে জলশাও।

বন্ধু তুমি খানে ওয়ালা
বৌদিওতো কমনা,
গরীব মানুষ, রিক্সাচালক খাচ্ছ তুমি পাচ্ছ যা তাই
বেশী খাওয়ার ইচ্ছে হলে তেলের ঢিবি বৌদিটাকে
পাঠাতে পার দৌলতিয়া
কিংবা শখের রমনা।

২৭ শে এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন নিরন্তর।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

নাগরিক কবি বলেছেন: :D

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: ইয়াহু!!!!!!!!!!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নূর ভাই, ভাল থাকুন, কবিতার সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.