![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
যখন ধর্মের বর্ম পড়
তোমার শিশ্ন শিশির ঝরায় সকালের ঘাসে
তুমি অবলীলায় বলে দিতে পার তারে
'সফুরা দেখ, কি সুন্দর রোদ,
ঈশ্বরের কান্নাগুলো শিশির হয়ে আছে
হেমন্ত মাসে।'
তুমি দেখেও দেখনা
কেননা ঈশ্বরের মত তুমিও নিরুত্তর।
২৮/০৪/২০১৭
যুক্তরাজ্য।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ টুটুল ভাই, ভাললাগায় কৃতার্থ করলেন। ভাল থাকবেন নিরন্তর।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪
হাতুড়ে লেখক বলেছেন: বস এইটা কি ছিল?
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহে! তুমি বৎস পাকা শিকারি, তোমাকে শিকারের কৌশল শেখাতে হবে না।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮
অগ্নিবেশ বলেছেন: শিশ্নের কান্না কি শিবাম্বু না মদনজল?
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: মনে হয় মদনজল!! হিহিহি!!
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অ্যা???!!!!
৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
টারজান০০০০৭ বলেছেন: এইটা কিছু হইলো ? কইলেন শিশ্নের কথা ছবি দিলেন মুলার ? মুলার সাথে ইহার কি সম্পর্ক ? নাকি শিশ্ন মুলা হইয়া গেছে ভ্রাতা !
অগ্নিবেশ বলেছেন: শিশ্নের কান্না কি শিবাম্বু না মদনজল?
৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪
মানুষ বলেছেন: শিশ্নের শিশির বলতে কি কবি হিসু বুঝাচ্ছেন?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: অসাধারণ কাব্য কথা।