নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

মানবতার কবিতা

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

মোসলমানদের হাতে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন জনপদে মরে যাওয়া শান্তিপ্রিয় মানুষদের আত্মার শান্তি কামনা করছি। গতকাল ইংল্যান্ডের ম্যানচেষ্টারে মোসলমান জঙ্গীদের হাতে খুন হওয়া শান্তিপ্রিয় মানুষদের আত্মার শান্তির জন্য আজকের এই কবিতা। ধর্ম নিপাত যাক, মানুষের মানবতার জয় হোক।

ভোদাইর বিশ্ব জয়


কোটি জনতার মাঝে বিভ্রম ছড়ানো এত কি সোজা?
তবু যদুরাম ভোদাই পারিল তাহা না পড়িয়াই মোজা।
পাথরে হাঁটিল, ফোসকা পড়িল পায়ে
মনুষ্য কহিল ইহাই মানবতা আমাদের তিনি দিয়াছেন
বৃক্ষের মত ছায়ে।

বুড়ো হয়ে কুঁজো করিল বিবাহ নয় বসন্ত পেরুনো আয়েশ(আয়েশা)
বুড়ো কহিলেন আল্লাহ্‌র হুকুম উত্থিত লিঙ্গের হয়েছে খায়েশ।
ছাড়েনাই তিনি পুত্রবধূ জায়া জননী জয়নব
ঘৃণা ভরি মুল্লুক আরব তামাম হইলো ছিছিতে সয়লব।
মানুষকে বুঝাইতে বলিলেন তিনি পালক পুত্র নহে আপন পুত্র
ছাড়াইতে বেমার যাইবে খাওয়া ঔষধ ভাবিয়া তাহার টনিক মুত্র।

গিয়াছেন ডাকে প্রকৃতির টানে আর খাইয়াছেন দারু সিরাজ
ফিরিয়া কহিলেন ভোদাই আরব সকল ছিলেন তিনি মিরাজ।
যুগে যুগে বিভ্রম বাড়িয়াই চলিল, চলিল বেসাতি ভুল
লাখে লাখে জন মানিল বশ্যতা তিনি এই ভোদাই রসুল।

২৩শে মে ২০১৭
যুক্তরাজ্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.