![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
দুঃখগুলো
ক্যালেন্ডারের পাতায়
দুঃখগুলো বড্ড আঁকা
প্রতিদিনের খাতায়।
হয়ত কিছু সুখও আছে
লুকনো গোপন
হেলা অবহেলায়,
দুঃখগুলোই তাড়িয়ে বেড়ায়
সুখগুলো সব দুঃখের ভারে
লুকায় অবলীলায়।
২।
অন্তর্বাস
বিভ্রমে বেঁচে থাকি রোজ
সম্ভ্রম ঝুলিয়ে দেয়ালে,
করিনাকো খোঁজ,
ভুলে যাই রোজ
ফিরে এসে ঘরে খুলে দেখি পরিধেয়
অন্তর্বাস পড়িনি বেখেয়ালে।
৩১শে মে ২০১৭
যুক্তরাজ্য।
৩১ শে মে, ২০১৭ রাত ৯:১৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা জানবেন।
২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৬
নাগরিক কবি বলেছেন: অন্তর্বাস কে অনেক আগেই জলাঞ্জলি দিয়েছে আমাদের সভ্যতা!
৩১ শে মে, ২০১৭ রাত ৯:২৪
মোহাম্মদ বাসার বলেছেন: তাইতো মনে হচ্ছে, মেয়েরা কি কারণে অন্তর্বাস পড়েন সে আলোচনায় না যেয়েই বলি এখন মনে হয় ছেলেদের আর অন্তর্বাস পড়ার দরকার নেই, কারণ এখনতো পশ্চিমা দেশে ছেলেরা ফোমার ফুলানো জাইংগা পড়ে এটা সেটা ফুলিয়ে রাখার জন্য। তাই যার ফোমের জাইংগা পড়ার ইচ্ছে নেই সে জাইঙ্গা ছাড়া প্যান্ট বা পায়জামা পড়লেই হল। হাহা
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
শূন্যনীড় বলেছেন: ভালো লাগা রইল। +++
৩১ শে মে, ২০১৭ রাত ৯:২৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন।
৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: প্রতিদিন কিছুনা কিছু দুঃখের জন্ম হয়।
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
৩১ শে মে, ২০১৭ রাত ৯:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা, ভাললাগায় কৃতজ্ঞতা জানবেন, ভাল থাকুন।
৫| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখগুলো বড্ড আঁকা
প্রতিদিনের খাতায়।
৩১ শে মে, ২০১৭ রাত ৯:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক কৃতজ্ঞতা, ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে।