![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
হাতেমালী ও ইয়াদালীর আজরাইল ভাবনা
হাতেমালী দফাদারের ছেলে ইয়াদালী গালে হাত দিয়া বসে আছে। ছেলেকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে হাতেমালী একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করল
- কিরে গালে হাত দিয়া বসে থাকলে হইব? তাড়াতাড়ি চায়ের কাপ-পিরিচ গুলা ধুইয়া ফালা, একটু পরেই মানুষ নাস্তা খাইতে আইব, তার আগেই কাপ ধুইয়া শেষ করতে হইব।
গতকালের বাসী কাপ পিরিচগুলো ধুতে ধুতে ইয়াদালী তার বাবাকে বলে
-বাজান হুনছো, ঈদের অহনো দশ বারো দিন বাহি, মানুষ জন ঢাহা থেইক্যা আইতে শুরু কইরা দিসে। হুনছি চাঁদপুরের কাছে শরীয়তপুরের লঞ্চ এম ভি তালুকদার ডুইব্যা প্রায় ৫০/৬০ জন মানুষ মইরা গেছে।
এ কথা শুনে হাতেমালীর মধ্যে কোন ভাবান্তর দেখা দেয় না। হাতেমালী স্বগোক্তির মতই তার ছেলেকে বলল
- শুধু কি লঞ্চ ডোবেরে বাজান? আইজ রেডিওতে হুনলাম ঢাহা চট্টগ্রামের রুডের বাসে ধাক্কা খাইছে গাছের লগে। মানুষ মইরা গেছে ঐহানেই ১৯ জন।
বাবার কথা শুনে কিশোর ইয়াদালীর মন বিষণ্ণ হয়ে ওঠে। তার বয়স যখন পাঁচ কি ছয় তখন তার বাবা বাচ্চু তালুকদারের জমিতে কামলা দিতে যেত সে কথা তার এখনো মনে পড়ে।
ছোট্ট ইয়াদালী তার বাবাকে বলল
-বাজান তোমার মনে আছে বৈশাখ মাসে ধান নিরাইন্যা দিনে বাচ্চু মিয়াঁ কাম কাইজ ঠিক ঠাক মত করার লেইগ্যা বাড়তি মানুষ নিয়া ধান নিরাইতে আইত।
-'হরে বাজান মনে আছে' ছেলের কথার সাথে সুর মিলিয়ে ছেলের দিকে তাকাতেই বুঝতে পারেন ছেলের কথা এখনও শেষ হয় নাই।
- আচ্ছা বাজান কওতো বাচ্চু তালুকদারের যদি ধান নিরাইন্যা দিনে বাড়তি কামের লেইজ্ঞা বাড়তি লোকের দরকার হয় তাইলে এই যে রোজার ঈদ আর বোরকা ঈদে সড়ক দূর্ঘটনা, খুন-রাহাজানি বাইড়া যায় হেইলেইজ্ঞা আল্লহ্ কি মানুষের জান কবজ করার লেইজ্ঞা বেশী বেশী আজরাইল কামে লাগায়?
ছেলের কথা শুনে হাতেমালী খেই হারিয়ে ফেলেন, অস্ফুটে বলে ওঠেন '-সবই আল্লহ্র ইচ্ছারে বাবা'।
'তাইলে বাজান, শুধু রোজার ঈদে আর বোরকা ঈদেই আল্লহ্ আজরাইলেরে বেশী কাম দেয় ক্যা?'
এই প্রশ্নের কোন উত্তর জানা নেই হাতেমালীর। তবু বিজ্ঞের মত মাথা ঝাকিয়ে বললেন-' যার যেইভাবে মউয়োত পরোয়ারদেগার লেইখ্যা রাকছে হেইভাবেই অইবরে পুত।,
'এতক্ষণ শুনলেন সকালের খবর, আমাদের পরবর্তী খবর শুনবেন দূপুর ১২টা--' ঘোষণা শুনতেই চায়ের টং দোকানের সামনের দিকের খুটিতে ঝুলানো রেডিওটার দিকে তাকায় হাতেমালী। রেডিওতে ততক্ষণে শুরু হয়ে গেছে সময়ের জনপ্রিয় শিল্পি মমতাজের গান ' বুকটা ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়।' কিন্তু তবুও ভয় কমেনা হাতেমালীর। ১২টার খবরে আরও কিছু মৃত্যু সংবাদ আর ছেলের আজরাইলের ব্যস্ততা নিয়ে কোন নতুন প্রশ্নের মুখোমুখি না হলেই হল সেই প্রার্থনা করে হাতেমালী।
৩০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।
৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:১৮
মোহাম্মদ বাসার বলেছেন: সত্যি তাই ভৃগু ভাই। শিশুরা অনেক প্রশ্ন যত সহজে করতে পারে আমরা বড়রা তা পারিনা। যুক্তিহীন উত্তরের প্রতিও আমাদের প্রতিবাদ নেই। আফসোস।
২| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০
মোহাম্মদ বাসার বলেছেন: মাত্র কিছুক্ষণের মধ্যেই আমার পোস্ট ১০০ বার পঠিত হওয়ার মাইস্টোন অতিক্রম করবে। তখন আরেকটা মন্তব্য করবো। চুড়ান্ত মন্তব্যটা করব আজকেই এই পোস্ট যখন আগামীকাল বা আজ ৫০০ বার পঠিত হবে। তার তরে এই সামু মামাকে বিদায়। কিছুটা বোঝা হয়ে গেছে এখানে আসলে কি হচ্ছে, কিছুটা তেল আর কারসাজি। ২০টা আইডি খুলে মন্তব্য্ব ধার করা সম্ভব।
থাক ১০০ বার পঠিত হওয়ার কমেন্টটা করব না। ৫০০ বার পঠিত হোক তার পড়ে করব।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৯
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝারের মধ্যে শেয়াল।
-
৩| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৪| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৫| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫২
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৬| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫২
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৭| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৮| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
৯| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১০| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১১| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১২| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৫
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১৩| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৭
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১৪| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৮
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১৫| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে আজ শপথ নিলাম।""
----- হো মো এরশাদ।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৬
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১৬| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৪
মোহাম্মদ বাসার বলেছেন: সরি এক্সপেরিমেন্ট গোয়িং অন ইন সামু।
রাগ করলে কফি অভ্যেস থাকলে দারুও খেতে পারেন।
ভাল থাকুন।
বাই বাই।
৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৫
মোহাম্মদ বাসার বলেছেন: তুমি যদি হতে পোষা পুরগী/ হতেম আমি ঝাড়ের মধ্যে শেয়াল।
১৭| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৫
মোহাম্মদ বাসার বলেছেন: হলিডে মুডে আছি সোয়ানসি, ওয়েলস এ। কাজেই খুব বেশী এলোমেলো ভাবতে চাচ্ছিনা। যদিও পন করেনি রাতের মুগ্ধ সোয়ানসির বন্য রূপে নিজেও কিছুটা এলোমেলো হব। ভাল থাকুন বন্ধুরা। আমি এখন ঘুমোবো।
১৮| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৯
শায়মা বলেছেন: উফ ভাইয়া!
লেখাটা পড়ে মনটা খারাপ হয়েছিলো!
কমেন্ট করতে গিয়ে বিপদে পড়লাম!
একই কমেন্ট পেস্ট করে যাচ্ছো!
কমেন্টের লেজ খুঁজে পেতেই দশ মিনিট কেটে গেলো!
১৯| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:২৭
মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা! দাড়াও তোমার মন ভাল করার জন্য কবিতা দিচ্ছি। হাহাহা!
২০| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা অন্য ব্লগারেরা কি ককম পড়ছেন?
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: জনাব চাঁদ ভাই আপনি ভাল ব্লোগার ও বুদ্ধিদীপ্ত ব্লোগার হিসেবে এখানে বেশ পরিচিত। আজ এই লেখাটার শেষে আমার মনে হয়েছিল একটা এক্সপেরিমণ্ট করা যাক। তাতে আমি অনেকটাই সফল। যাইহোক আসল কথায় আসি। কতজন ব্লোগার পড়ল তা কি খুব গুরুত্বপূর্ণ? আমি দূর্ভাগ্যজনকভাবে দু' একজন ব্লোগারকে চিনি যারা একটি ২০ লাইনের কবিতায় ৫ টি বানান ভুল করে আবার আর কবিতার মানের কথা না হয় বাদই দিলাম কিন্তু বেশ জনপ্রিয়। নির্বাচিত ব্লোগে তাদের নাম না থাকলেও আলোচিত ব্লোগে থাকে। আবার আরও দু। একজনকে চিনি যারা বাংলাদেশে প্রথম শ্রেনীর পত্রিকায় কবিতা ও কলাম লিখে এখনি বেশ পরিচিত। কিন্তু এই ব্লোগে কেউ তাদের লেখা পড়েনা। আরেকটা মজার কথা মনে পড়ছে। থাক বলা ঠিক হবেনা। ভাল থাকুন।
২১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:০২
সচেতনহ্যাপী বলেছেন: শিশুমনটা যদি আমাদের থাকতো, তাহলে অনেক কথা/প্রশ্ন অবলীলায় করতে পারতাম।।
২২| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:১৬
আলপনা তালুকদার বলেছেন: সামুর সবচেয়ে বড় সমস্যা হল নিজেই নিজের লেখায় কমেন্ট করা ও পাঠ করা যায় যা মন্তব্য ও পঠিত হিসেবে যোগ হয়।(কিন্তু নিজের লেখায় নিজে লাইক দেয়া যায়না।) ফলে আপনি ইচ্ছামত পঠিত বাড়িয়ে বা কমেন্ট বাড়িয়ে নিজের লেখাকে আলোচিত ব্লগে আনতে পারেন। অনেকে আবার লাইক, কমেন্ট ধার করেন বিনিময় প্রথার মত। কারো একাধিক নামে ব্লগে আইডি আছে। আর লেখার মান বিবেচনা করে আলোচিত ব্লগে আনার বিষয়ে মডুদের কোন ভূমিকা নেই। তাই কিছু লেখা সত্যি সত্যি ভাল হলেও রোজই কিছু অখাদ্য লেখা আলোচিত ব্লগে চলে আসে, সর্বাধিক পঠিত ও সর্বাধিক লাইক প্রাপ্ত হয়, যা খুবই বিরক্তিকর ও সামুর জন্য মানহানিকর। আমি শুরু থেকেই বিষয়টি খেয়াল করেছি। অনেকবার এই সমস্যাটির কারণে ব্লগ ছেড়ে চলে যেতেও চেয়েছি। যাইনি। কারণ আমি খেয়াল করে দেখেছি, পাঠকরা আমার সেই লেখাগুলোই বেশী পড়ে যেগুলোকে আমি নিজেও ভাল মনে করি। আর আলোচিত ব্লগে আসার জন্য আমি লিখিনা। লেখা ভাল হলে লোকে এমনিতেই পড়বে, আলোচিত ব্লগে না এলেও। আমি চাই লোকে পড়ুক।
কারা নিজের লেখার পঠিত নিজে বাড়িয়েছেন, সেটা বের করা কি সম্ভব? প্রতিটা পোস্টের পঠিত যোগ করে ব্লগটি কতবার পড়া হয়েছে তা থেকে বিয়োগ করলে কি সংখ্যাটা বের হবে?
মডুদের উচিত বিষয়টি সিরিয়ািসলি দেখা। অন্তত লেখকের জন্য লাইকের মত পঠিত ও মন্তব্য করার অপশনটি বন্ধ করা গেলে কিছুটা কাজ হবে। সবচেয়ে ভাল হয় মডুরা লেখার মান বিচার করে সেগুলো আলোচিত ব্লগে দেবার ব্যবস্থা করলে।
লেখককে বিষয়টি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করছি এরপর মডুদের হুঁস হবে।
২৩| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
একি ! একি!!!!!!!
জুয়েল আইচের যাদু! নাকি??? হা হা হা
চোখে আঙুল দিয়ে দেখালেন। আশঅকরি উনারা দেখেছেন।
সামুর মঙ্গল হোক।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৭ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সরল সহজাত অবোধ্যতার উত্তর সন্ধানী প্রশ্ন!

যত প্রশ্ন তত উত্তর ; যত উত্তর তত জ্ঞান
ভাল লাগল
+++