![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মাঝখানে এঁকে দেয়া রেখা
দু'জনে চলে যাই দু'দিকে,
আবার যদি আষাঢ়ের মেঘ দেখি
ভুলে যাব ও রেখা;
তখন তুমুল বৃষ্টির অপেক্ষায়
উষ্ণতা বোলাবে অধর।
নদে বান ডাকুক ক্ষতি কি
আমরাতো সাহারার কাছে প্রতিজ্ঞাবদ্ধ নই
জন্মান্তরের খরার উত্তাপে জ্বলতেই হবে?
সব কিছু ভুলে যাও প্রিয়তমা
ঢেলে দাও হেমলক তরল বিষ;
মৃত্যুতেই মৃত্যুঞ্জয়ী কবি,
মৃত্যুতে পায়না ভয়
মধুমতি ভালবাসা প্রেমিক।
১২ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
২| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা