![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নাকের ডগায় ঝুলন্ত দীর্ঘশ্বাস
টালবাহানা তকমা দিলো হাসু আপা
বার্মা নাকি শোনেনা কথা, দোলায় পা
আজকে নাকি কালকে নেবে রহিঙ্গা,
এসব কথা ভেবেই নাকি মন্ত্রীবর্গের
ভিজছে তাদের রঙিন মিহি জায়িঙ্গা।
ঐতো সেদিন বেশী নহে হাসু আপা
বললো দেশে থাকবেনাকো কোটা মাপা,
এখন তিনি পরম ভক্ত সাংবিধানিক পুস্তকের;
কেমন করে উল্টাবেন তা ব্রার মত নিখুঁত মাপে
যাই দিয়েছেন মুক্তিযোদ্ধা-দুস্থদের।
নাটাই যখন বার্মিজ নামক বর্গীদের
হাসু আপার কিইবা তেমন করনীয়,
চোদন যখন খাচ্ছে দেশের জনতা
নাটাই হাতে হাসু আপাই বরনীয়।
আমজনতা ঘুট্টি হইয়া উড়তাছে
নাটাই হাতে যে যার মত খেলতাছে;
খেলারামের ঠাপের চোটে নাভিশ্বাস
কতকাল আর ঝুলবে নাকে দীর্ঘশ্বাস?
২৪শে জুলাই ২০১৮
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।