![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য নিবেদিত আজকের এই প্রতিবাদী কবিতা
নেতা যখন চ্যাটের বাল
তুমিতো রেজাল্ট কখনোই খারাপ করনি বাপু,
নীতি আদর্শ নিয়ে কত বড়বড় রচনা লিখেছ;
তোমাদের মধ্যে কেউ কেউতো বিদেশী ডিগ্রিও নিয়োছো ঢের।
অথচ আজ যারে তুমি রুটি রোজগারের ভরসায় মানকিন মেনেছ
সে যদি বলে ঘুটঘুটে অন্ধকার বারান্দায় বসে 'আহা কি সুন্দর জোস্না'
তুমিও সাথে সাথে বল আহ.হাহা.. কি চমৎকার চাঁদ!
একটু বাড়িয়ে বলায় তোমার মুখের তেলতেলে ভাবটা
কমার চেয়ে একটু বাড়ে বৈকি।
অথচ ঘুটঘুটে অন্ধকারে দক্ষিণা আকাশ ভেঙ্গে
বৃষ্টির আঁচে ভিজে যাচ্ছে বারান্দা।
এইযে তুমি মাসখানেক আগেও
'দেশ গঠনে শিশুদের নৈতিক শিক্ষা'
নিয়ে বক্তৃতা করে অনেক হাততালি পেয়েছো,
তাতে আজকের প্লাকার্ডের কোন মিল খুঁজে পাচ্ছনা
এই জন্য কষ্ট পাচ্ছো?
আহ.হাহা! তোমার কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে;
আর হবেইনা কেন বল, তুমিতো আমার নেতা!
আমার একান্ত ধন, বিপদে আপদে তোমাকেই
কেশগুচ্ছ ভেবে তেল মারি
মানে আমার চ্যাটের বাল।
৪ঠা আগষ্ট ২০১৮
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা সরাসরি কেনো একটা সুস্পষ্ট ঘোষনা দিচ্ছে না! আশে-পাশের এতো গোবর নিয়া উনি কী দেশ চালান? নাকি তাদের সাথে থাকতে থাকতে উনার মধ্যেও ঢুকে গেছে তা।