![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অণুকবিতাঃ
আমাকে ডেকে নাও বুকে
স্বপ্ন ঢেকে দাও চোখে,
আমাকে বেঁধে রাখ ঠোঁটের ইশারায়
বার বার মরে যেয়ে
যতবার বেঁচে থাকা যায়।
১৭ই ডিসেম্বর ২০১৮
শরীয়তপুর,
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: রাজীব নুর ভাই, মনোদর নয়, সম্ভবত আপনি মনোহর বাজার গিয়েছিলেন। আমাদের এখানে মনোহর বাজার নামে একটা স্থান আছে। আর শরীয়তপুর আসলেন, একটু আওয়াজ দিলে ভালো হতো। যদিও আমি কাল শরীয়তপুর ছিলাম না, আইনজীবী সমিতির বার্ষিক ট্যুরে কক্সবাজার গিয়েছিলাম, আসছি কাল রাত একটার দিকে। আজ শরীয়তপুর আছি। যদি থেকে থাকেন তবে কল দিয়েন-০১৯১৪৭২৪০৩৯
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: কবি মোহাম্মদ বাসার ভাই, আপনার কবিতার বিষয়ে মন্তব্য করা কঠিন! সবসময় ভালো লিখেন এবং ভালো লিখেই যাচ্ছেন। শরীয়তপুরে মাতৃভূমিতে আপনাকে স্বাগতম।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
নজসু বলেছেন:
ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: গতকাল শরীয়ত পুর থেকে ঘুরে আসলাম।
গোসাইর হাট থেকে। নড়িয়াও গিয়েছিলাম। জাজিরা আর মনোদর এবং প্রেম তলা।