![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ছড়াঃ
জীবন খানাই বেশী দামী
সাতসকালে মুরগী বোঝাই একটা গাড়ি
যাচ্ছে যে যেই তোমার বাড়ির পথটা ঘেঁষে,
মুরগীওয়ালাও একদা ছিল তোমার প্রেমিক
তবু তুমি মুরগীগুলোই দেখছিলে বেশ মুচকি হেসে।
মোসলমানের পাখির প্রতি ভালবাসা
শখের নামে হিসেব কষে মুরগী পোষা
এইকথাটি বিশ্বভূমে সবাই জানে,
জেনে-শুনেই সহজ পথেই তুমি গেলে
প্রেমিক বাদে মুরগী খানাই বেছে নিলে
জানটা যখন মিলাতে হিসেব ওষ্ঠাগত
জীবন খানাই বেশী দামী তোমার মত সবাই মানে।
২০/০২/২০১৯
ধানুকা, শরীয়তপুর।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।