![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
শতেক বছর প'রে
দূরে কিংবা কাছে রও
দূরত্ব একই
মন যদি না ছোঁয় মন।
দেখ যদি তাঁরে
শতেক বছর প'রে
ধরে নিও হাত,
চোখের পত্রের কম্পনে বুঝে নিও
শতাব্দী ধরে কত প্রেম জমে আছে
ওষ্ঠের তৃষ্ণায়।
ভুলে যেও আঁধার
জ্যোৎস্নার রঙ
আষাঢ়ের বারিপাত,
হয় যদি দেখা শতেক বছরে
এঁকে যেও সব রঙে মনে রাখা মুখ
মৃত্যু অবধিকাল।
২ ফেব্রুয়ারী ২০১৯
এলিফ্যান্ট রোড, ঢাকা।
২| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
কবিতা পোষ্ট করে ঘুমিয়ে আছেন, আপনার কবিতা বাচ্চা দিয়েছে একটা
৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৮
মোহাম্মদ বাসার বলেছেন: Lol
৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৮
মোহাম্মদ বাসার বলেছেন: Lol
৬| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:১০
মোহাম্মদ বাসার বলেছেন: Lol কমেন্টটি সুবিখ্যাত চানগাজীর জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।